For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

স্বাস্থ্যমন্ত্রীর সামনেই স্বাস্থ্যসেবা নিয়ে চীফ হুইপের ক্ষোভ

Published : Tuesday, 8 November, 2022 at 9:22 PM Count : 128

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সামনেই স্থানীয় স্বাস্থ্যসেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি। 

মঙ্গলবার বিকেলে শিবচর উপজেলা স্বাস্থ্য সেবা খাতে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে চীফ হুইপ স্থানীয় স্বাস্থ্যসেবার নানা অনিয়ম তুলে ধরলে স্বাস্থ্যমন্ত্রী এ জন্য মূলত জনবল সংকটকে দায়ী করেন। 

তবে মন্ত্রী স্বীকার করেন সরকারি হাসপাতালে বেসরকারি হাসপাতালের চেয়ে যন্ত্রপাতি কম টেকসই হচ্ছে যা লজ্জাজনক। মন্ত্রী ও চীফ হুইপ দু'জনই করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ ভূমিকায় বিনামূল্যে ৪০ হাজার কোটি টাকার টিকা প্রদান, স্বাস্থ্য কর্মীদের সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

এদিন স্বাস্থ্যমন্ত্রী ও চীফ হুইপ জেলার শিবচরের সন্ন্যাসীরচরে ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টার উদ্বোধন ও সংলগ্ন জমিতে জেনারেল হাসপাতাল নির্মাণের জমি পরিদর্শন, চৌধুরী ফাতেমা বেগম মা ও শিশু কল্যাণ কেন্দ্র ১০ শয্যা থেকে ২০ শয্যায় উন্নীতকরণের কাজের উদ্বোধন, শেখ হাসিনা ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজী উদ্বোধন, নির্মাণাধীন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নার্সিং ইনষ্টিটিউট এন্ড কলেজ পরিদর্শন, ইলিয়াস আহমেদ চৌধুরী মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ভিত্তিপ্রস্তর, শিবচর উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন ও কোয়ার্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন, শিবচর উপজেলা স্বাস্থ্য সেবা খাতে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী স্বাস্থ্য সেবার বিভিন্ন অনিয়ম তুলে ধরে বলেন, 'স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। স্বাস্থ্য খাতে জনবল সংকট রয়েছে আমরা তা বুঝি। মন্ত্রীর কাছে আমি অনুরোধ করবো। আমাদের যে জনবলের কাঠামোই আছে তা যদি আমরা ঠিকমতো কাজ করাতে পারি তাহলে স্বাস্থ্যসেবার মান বাড়তো।'

তিনি বলেন, 'বিদেশে গিয়ে চিকিৎসা নেয়ায় অনেক টাকা আমাদের বিদেশে চলে যাচ্ছে। এটা ঠেকানো যায়নি। দুপুর হলেই ডাক্তাররা বেসরকারি ক্লিনিকে চলে যায় অনেক দেশেই এগুলো নেই। সরকারি চাকরি করবেন না হলে বেসরকারি চাকরি করবেন। শিবচরেও জনবল সংকট আছে। কিন্তু কিছু ডাক্তার শিবচর থেকে বেতন নেবে অথচ ডেপুটেশনে থাকবে ঢাকায়, এটা তো হতে পারে না। এটা এলাকার মানুষকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এটা দুর্নীতি। এ দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হচ্ছে। পদ শুন্য থাকবে আমরা জানবো পদ শুন্য আছে। কিন্তু বেতন নেবে শিবচর থেকে আর চাকুরী করবে ঢাকার বেসরকারি হাসপাতালে। মাননীয় মন্ত্রী এটা বন্ধ হওয়া দরকার।'

এছাড়াও, চীফ হুইপ বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন। 

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, 'দেশে স্বাস্থ্য খাতে প্রায় তিন থেকে চার লাখ পদে জনবল সংকট রয়েছে। করোনা পরিস্থিতির সময় আমরা ১৫ হাজার চিকিৎসক, ২৫ হাজার নার্স নিয়োগ দিয়েছি। অথচ ৪০ বছরে ডাক্তার ছিল মাত্র ১৮ হাজার, নার্স ছিল ২০ হাজার। করোনা পরিস্থিতি ও ডেঙ্গু সামাল দিয়ে আমরা এখন স্বাস্থ্য খাতের জনবল সংকট নিয়ে কাজ করছি। আমরা কমিটিও তৈরি করেছি। এখন করোনা যেহেতু কম আছে আমরাই বিভিন্ন উপজেলা, জেলা, বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে যাচ্ছি যাতে আমাদের হাসপাতালগুলো ভালো ভাবে চলে। মেশিনগুলো যাতে সচল থাকে সেটাও দেখা হচ্ছে।'

তিনি বলেন, 'এটা সত্যি যে, আমাদের মেশিনগুলো বেশি নষ্ট হয়ে পড়ে থাকে আর পাশের প্রাইভেট ক্লিনিকগুলোর এক্সরে বা প্যাথোলজিক্যাল মেশিনগুলো ভালো চলে। এটা আমাদের জন্য লজ্জার বিষয়। সরকার তো কম দিচ্ছে না। জেলা হাসপাতালগুলোতে দেখবেন আমরা কি করেছি। বিএনপির আমলে মেডিকেল কলেজ ছিল হাতেগোনা ১৫টা এখন ৩৮টা। একটা বিশ্ববিদ্যালয়ও ছিল না বিএনপির আমলে এখন চারটা। ক্যান্সার, কিডনি, হার্টেও স্পেশাল হাসপাতাল হচ্ছে। কারণ এসব রোগী বেড়ে গেছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'আওয়ামী লীগ সরকার জিনিসপত্রের দাম বাড়ায়নি। যুদ্ধের কারণে জিনিসপত্রের দাম বাড়ছে। রাশিয়া-ইউক্রেন থেকে তেল ও শস্য সরবরাহ বন্ধ থাকায় ও করোনার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খাবারের অভাব যাতে না হয় সে জন্য প্রধানমন্ত্রী উৎপাদন বাড়াতে বলেছেন। বিএনপি এসব নিয়েও পানি ঘোলা করছে।'

তিনি বলেন, 'কোন দেশে এমন সময় কেউ সরকারের বিরুদ্ধাচারণ করে না। অথচ তারা মিথ্যাচার করেই চলেছে। তারা ঘোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত। বিএনপি-জামায়াতের এটা চিরদিনের স্বভাব। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছিল। বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। আওয়ামী লীগের নেতাকর্মীসহ বহু মানুষকে হত্যা করেছিল। আবারও সেই চিন্তা। লাঠি নিয়ে মিছিল করে। বলে ধাক্কা দিয়ে সরকার ফেলে দেবে। তারা বোকার স্বর্গে বসবাস করছে। হিমালয় পর্বতকে ধাক্কা দিয়ে ফেলা যায় না। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার সরকার হিমালয় পর্বত।'

কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুল হামিদ, পরিবার পরিকল্পনা ঢাকা বিভাগীয় পরিচালক যুগ্ম সচিব মো. মাহাবুব আলম, স্বাস্থ্য বিভাগের ঢাকা বিভাগীয় পরিচালক ডা. মো. ফরিদ হোসেন মিয়া, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. সামিউল ইসলাম সাদিক, স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোলাম মাহাবুব, পুলিশ সুপার মো. মাসুদ আলম, শিবচর ডায়াবেটিক সমিতির চেয়ারম্যান রাজিয়া চৌধুরী, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, সিভিল সার্জন ডা. মুনির আহমেদ খান, মাদারীপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মো. আজম, মাদারীপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ। 

-এসএস/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,