For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

পাইকগাছায় এইচএসসিতে অনুপস্থিত ৬৯ জন

Published : Sunday, 6 November, 2022 at 7:01 PM Count : 78

খুলনাপাইকগাছায় এইচএসসি ও সমমান পরীক্ষায় ৬৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। 

রোববার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার পাঁচটি কেন্দ্র ও চারটি ভেন্যু কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম।

এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল দুই হাজার ২৩ জন। যার মধ্যে অংশগ্রহণ করে এক হাজার ৯৫৪ জন। প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৬৯ পরীক্ষার্থী।
পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল জানান, এই কেন্দ্রে ২২৯ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২২১ জন, অনুপস্থিত আট জন।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দেবাশীষ দাশ জানান, সরকারি উচ্চ বিদ্যালয় বিএম কোর্স ভেন্যু কেন্দ্রে ৯৭ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৯৫ জন, অনুপস্থিত দু'জন।

ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম জানান, এ কেন্দ্রে ২৬২ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২৫৯ জন, অনুপস্থিত তিন জন।

কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার জানান, এই কেন্দ্র ও কপিলমুনি হরিঢালী মহিলা কলেজ ভেন্যু কেন্দ্রে ৩৭৮ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৩৬৬ জন, অনুপস্থিত ১২ জন।

রাড়ুলী আর কে বি কে হরিশ্চন্দ্র ইনস্টিটিউটের অধ্যক্ষ গোপাল ঘোষ জানান, এই কেন্দ্র, কলেজিয়েট কেন্দ্র ও রাড়ুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে ৪৯৮ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৪৮৯ জন, অনুপস্থিত নয় জন।

পাইকগাছা আলীম মাদ্রাসার অধ্যক্ষ আজহার আলী জানান, এই কেন্দ্রে ১৫৩ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১৪১ জন, অনুপস্থিত ১২ জন।

শহীদ আবু ও মুসা মেমোরিয়াল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম শেখ জানান, এই কেন্দ্রে ৩৬৯ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৩৪৬ জন, অনুপস্থিত ২৩ জন। গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউট বিএম কোর্স ভেন্যু কেন্দ্রে ৩৭ পরীক্ষার্থীর মধ্যে ৩৭ পরীক্ষার্থী উপস্থিত ছিল।

-এএস/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,