For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বগুড়ায় আমন বাম্পার ফলনে খুশি কৃষক

Published : Saturday, 5 November, 2022 at 4:35 PM Count : 155

মাঠে কৃষি শ্রমিকেরা আমন ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন। এ বছর  প্রতিকুলতা সত্তেও এবার বগুড়ায় আমনের বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি জেলার কৃষি কর্মকর্তারা। সবুজ ধান ক্ষেত এখন সোনালী হয়েছে। বিস্তির্ন এলাকা জুড়ে মাঠে সোনালী ধান এখন ভারে নুইয়ে পড়েছে শীষ। ধান কাটা শ্রমিকরা মাঠে ধান কাটা শুরু করেছেন।

ধান কাটা শ্রমিক আজিজুর রহমান জানান, তারা  প্রতিবছর ধান মৌসুমে ধান কাটেন। তারা জানান, গতকয়েক বছরের তুলনায় এবার ধানের অস্বাভাবিক ফলন হয়েছে।
বগুড়া শহরের দক্ষিনে শাজাহানপুর উপজেলা খরনা ইউনিয়নের কৃষক রফিক মোল্লা ধান কাটা শ্রমিকদের দেখ-ভাল করছেন। তিনি জানালেন, এবার আল্লাহ সেই রকম ধান দিয়েছেন। প্রথমে খরা,পরে বর্ষার সাথে লড়াই করে তারা সফল হয়েছেন। মাঠ জুড়ে সোলালী ধান দেখে তিনি তৃপ্তির ঢেকুর তুলে বলেন, এবার তারা ধানে ভাল মূল্য পাবেন।

জমির মালিক খরনা ইউনিয়নের সামাদ জানান, এবার ধান কাটা মজুরী গতবছরের চেয়ে বেশী। গত বছর বিঘা প্রতি ২৮০০ টাকা ছিল (কাটা, বহন করা, মাড়াই, ঝাড়ে ঘরে তুলে দেয়া পর্যন্ত)। তার সাথে তিন বেলা শ্রমিকদের খাওয়তে হয়। এবার বিঘাতে ৩০০০ হাজার টাকা করে দিতে হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এনামুল হক জানান, বগুড়ায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন চাষ হয়েছে। এবার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লক্ষ্যমাত্র দেয়া হয়েছে ১ লাখ ৮১ হাজার ৩৩৫ হেক্টর জমিতে। কিন্তু গত মৌসুমে ধানের দাম ভাল পাওয়ায় কৃষি বিভাগের লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ১৩৯ হেক্টর বেশি জমিতে আমন চাষ করেছে কৃষক। সব মিলিয়ে অর্জন হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪৭৪ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে।  তাই জেলা কৃষি কর্মকর্তারা আশা করছেন আমনের উৎপাদন লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাবে।  

তিনি আরো জানান, এবারের আমনের উৎপাদন লক্ষ্য ছিল সাড়ে ৫ লাখ (চাল আকারে) মেট্রিকটন। সেই লক্ষ্য মাত্রা ছাড়িয়ে যাবে।

আমন রোপনের শুরুতে একবার বৈরী আবহাওয়াতে বেকায়দায় পড়েছিল কৃষক। বৈরী আবহাওয়ার সাথে যুদ্ধ করে সেচ দিয়ে আমনের চারা রোপন করে ঘুরে দাঁড়িয়েছে। আমনের বাম্পার ফলন হবে এই এমন আশায় বুক বেঁধেছিল বগুড়ার কৃষক। শেষ পর্যন্ত কৃষকের আশা পূর্ণ হয়েছে।

জেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক জানান, এখন মাঠের ৫০ শতাংশ ধান কাটার উপযোগী হয়েছে। কৃষি শ্রমিকরা ধান কাটতে শুর করেছে। আগামী এক সপ্তাহের মধ্যে পুরোদমে। তখন জেলা উত্তরের জেলা কুড়িগ্রাম, নিলফামারী, রংপুর থেকে ধান কাটার জন্য কৃষি শ্রমিকদের ভীড় বাড়বে। এখন পর্যন্ত ১০ শতাংশ জমির ধান কাটা হয়েছে।

তিনি আরো জানান, আর ১৫ থেকে ২০ দিন সময়ের মধ্যে পুরোদমে আমন কাটা শুরু করবে। কৃষক। তবে শুধু ধান কাটলেই চলবে না। তা বহন করে মাড়াই, বাছাই, ঝেড়ে ঘরে তুলতে মাস খানেক সময় লাগবে। ঝড়ঝঞ্ঝা না হলে বাংলাদেশকে বিদেশ থেকে চাল আমদানী করতে হবে না এমটি জানালেন কৃষি কর্মকর্তারা।

এ/এসআর



« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,