For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

৭ ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত মনপুরা উপকূল

Published : Tuesday, 25 October, 2022 at 10:12 AM Count : 293

ভোলার মনপুরা উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় সিত্রাং। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলের শহর রক্ষাবাঁধ উপচে মেঘনার পানি প্রবেশ করে। এতে পুরো উপজেলায় ৫-৭ ফুট পানিতে প্লাবিত হয়। কোথাও কোথাও বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করে। এতে উপজেলার সকল পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। এছাড়াও ফসলের ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার দিবাগত রাত ১২টায় মনপুরা উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় সিত্রাং। এতে উপজেলার সদর হাজিরহাট বাজার, থানা, পশুহাসপাতাল সহ উপজেলার অধিকাংশ এলাকা মেঘনার পানিতে প্লাবিত হয়। 

এতে হাজিরহাট বাজারের আনুমানিক ৫ শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে বলে জানান বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক আবুয়াল হোসেন আবু মেম্বার।

মেঘনার পানি বাঁধ উপচে মূল ভূখন্ডে প্রবেশ করায় শিশু থেকে বৃদ্ধ সবাই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকে। অনেকে এদিক ওদিক ছোটাছুটি করতে দেখা গেছে। ব্যবসায়ীরা তাদের মালামাল হেফাজতে নিতে চেষ্টা করে। তৎক্ষণে পুরো উপকূল ৫-৭ ফুট জোয়ারে ভেসে যায়।
৭০ উর্ধ্ব বয়স্ক মুক্তিযোদ্ধা কাশেম মাতাব্বর জানান, ৭০ সালের বন্যার পর এই উপকূলের মানুষ আর কখনও পানি উঠতে দেখেনি। এছাড়াও অনেকে জোয়ারের পানি দেখে কেঁদে ফেলে আল্লাহকে ডাকতে দেখা গেছে।

এই ব্যাপারে হাজিরহাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার জানান, ঘূর্ণিঝড় সিত্রাং এর আঘাতে হাজিরহাটের পুরো ইউনিয়ন মেঘনার পানিতে ভেসে গেছে। সবচেয়ে বেশি হাজিরহাট বাজারের ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিষ কুমার জানান, উপজেলার বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। তবে এখন পর্যন্ত কোন হতাহত খবর পাওয়া যায়নি ও ক্ষয়ক্ষতির কি হয়ছে তা তিনি তাৎক্ষনিক জানাতে পারেনি।

এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,