For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন

আপিলে বৈধতা ফিরে পেলেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী টিটু

Published : Monday, 26 September, 2022 at 11:38 AM Count : 98

নোয়াখালী জেলা পরিষদের নির্বাচনে ঋণ খেলাপির অভিযোগে বাতিল হওয়া প্রার্থীতা আপিলে ফিরে পেলেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আলাবক্স টিটু।

রোববার  বিচারপতি মো.রুহুল কুদ্দুস ও বিচারপতি এস.এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত  হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে বৃহষ্পতিবার বিকালে এ রায় দেন।

জানা যায়, আলাবক্স তাহের টিটু নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেন। ১৮ সেপ্টেম্বর মননোয়নপত্র যাচাই বাচাইকালে ঋণ খেলাপি উল্লেখ করে রিটার্নিং অফিসার ও আপিলেট অথরিটি কবিরহাট পৌর সভার সাবেক মেয়র ও সাবেক জেলা পরিষদের সদস্য আলাবক্স তাহের টিটুর চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। উক্ত মনোনয়নপত্র বাতিলের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন আলাবক্স তাহের টিটু। রোববার বিকালে শুনানি শেষে আদালত নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটুর মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং অফিসার ও আপিলেট অথরিটির দেওয়া আদেশ কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না সে মর্মে বিবাদীর প্রতি রুল জারি করেন।

একই সঙ্গে ১৮ ও ২২ সেপ্টেম্বর তার মনোনয়নপত্র বাতিলের আদেশ স্থগিত করে নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনের রিটানিং অফিসারকে রিট পিটিশনকারীরর মনোনয়পত্র গ্রহণ করে প্রতীক বরাদ্দের নির্দেশনা দেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মেসবাহ উদ্দিন জানান, একটি বেসরকারি ব্যাংকে চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটুর ব্যাংক ঋণ খেলাপি থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। শুনেছি, উচ্চ আদালতে তিনি আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন। তবে আদালতের রায়ের কপি রোববার রাত ৮টা পর্যন্ত জেলা নির্বাচন কার্যালয় ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছায়নি। রায়ের কপি হাতে পাওয়ার পর এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আলাবক্স তাহের টিটু বলেন, তিনি প্রার্থীতা ফিরে পেতে উচ্চ আদালতে আপিল করেছেন। আদালত তার প্রার্থীতা বহাল রেখেছেন। তিনি ঢাকা থেকে রায়ের কপি নিয়ে নোয়াখালীর পথে রয়েছেন।

সিনিয়র জেলা কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, জেলা পরিষদ নির্বাচনে তিনটি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনজন সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন ১ নম্বর ওয়ার্ডে সাবেক সদস্য যুবলীগ নেতা মাসুদুর রহমান শিপন, ২ নম্বর ওয়ার্ডে মোশারফ হোসেন দুলাল ও ৯ নম্বর ওয়ার্ডে মো. মহি উদ্দিন। 

এমআর/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,