For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

সালিশে যুবককে ‘কান ধরে ওঠবস’, সংসার ভাঙলো গৃহবধূর

Published : Wednesday, 21 September, 2022 at 2:46 PM Count : 83

রাজশাহীর মোহনপুরে গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে গ্রাম্য সালিশ বৈঠকে জনসম্মুখে এক যুবককে কান ধরে ওঠবস করিয়েছে ইউপি সদস্য। এর আগে ওই ঘটনায় দুই সন্তানের জননী এক গৃহবধূকে তালাক দিয়েছে তার স্বামী।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মোহনপুর উপজেলার সইপাড়া গ্রামের উত্তরপাড়ায়। সালিশে ইউপি সদস্যের এমন কর্মকাণ্ডে ক্ষিপ্ত হয়ে উঠেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

জানা গেছে, মোহনপুর উপজেলার সইপাড়া গ্রামের উত্তরপাড়া রফিকুল ইসলাম রফিকের ছেলে শফিকুল ইসলামকে একই গ্রামের এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে মঙ্গলবার বিকেলে পান বরজে অনৈতিক অবস্থায় দেখতে পায় রিয়াজ নামের এক ব্যক্তি। তারপর বখাটে যুবক শফিকুল ইসলামকে আটক করে স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বাকশিমইল ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি সদস্য মোস্তফা কামাল পাপুল। শুরু হয় উভয় পক্ষের মারধর। ওই সময় নীরব ভূমিকা পালন করেন ইউপি সদস্য মোস্তফা কামাল পাপুল। ঘটনার কিছুক্ষণ পর ওই গৃহবধূর স্বামী কাজী ডেকে তার স্ত্রীকে তালাক দেয়।
তারপর স্থানীয় লোকজনের উপস্থিতে গ্রাম্য সালিশ শুরু করেন ইউপি সদস্য। জরুরি ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে যান মোহনপুর থানার পুলিশ। কিন্তু পুলিশ গিয়ে ঘটনাটি শোনার পর বলেন, ‘মুরগী চোরের বিচার যেন গরু চোরের মত না হয়’ এমন কথা বলে পুলিশ চলে আসেন।

ইউপি সদস্য মোস্তফা কামাল পাপুল পুলিশের উদাহরণ দিয়ে পুনরায় শুরু করে নাটকীয় সালিশ। অভিযুক্ত যুবককে বাঁচানোর চেষ্টা করতে থাকেন তিনি। বখাটে যুবককের কারণে গৃহবধূর সংসার ভেঙে গেল, এমন প্রশ্ন স্থানীয়রা করলে ইউপি সদস্যসহ গ্রাম্য মাতব্বররা বিষয়টি বার বার এড়িয়ে যান। শুরু হয় সালিশ-বৈঠকে চরম উত্তেজনা। প্রায় পাঁচ ঘণ্টা সালিশ করে ওই যুবককে ‘কান ধরে ওঠবস’ করিয়ে সাদা কাগজে স্বাক্ষর করে নেন ইউপি সদস্য।

তবে ওই গৃহবধূর এক আত্মীয় বলেন, বখাটে যুবক ‘কান ধরে ওঠবস’ করেই পার পেয়ে গেল। কিন্তু দুটি সন্তান থাকার পরেও একটি সাজানো-গোছানো সংসার ভেঙে গেল এ বিষয়ে ইউপি সদস্যসহ মাতব্বরদের তেমন মাথা ব্যথা ছিল না।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মোস্তফা কামাল পাপুল ফোন ধরে প্রথমেই বলেন, যা দেখেছেন তাই হয়েছে। সালিশে কোন অপরাধীকে কান ধরে ওঠবস করানোর নিয়ম রয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, পুলিশের অনুমতি নিয়ে সালিশ করা হয়েছে। এর বেশি কিছু জানতে চাইলে মোহনপুর থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার হবে। সালিশে অভিযুক্ত ব্যক্তিকে ‘কান ধরে ওঠবসের’ নিয়ম রয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, এটা করতে পারেন না।

মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ্-জোহরা বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে সালিশে কোন ব্যক্তিকে ‘কান ধরে ওঠবস’ করানো যাবে না। খোঁজ খবর নিয়ে বিষয়টি দেখা হবে। যদি ইউপি সদস্য এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন। তবে ওই ইউপি সদস্যর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরএইচ/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,