For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা

Published : Wednesday, 14 September, 2022 at 3:49 PM Count : 334

সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা আগামী ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে চাটমোহরের প্রতিমা শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। প্রতিমার কাঠামো তৈরি, এর পর কাঠামোতে মাটিসহ অন্যান্য উপকরণ লাগানোর কাজ এখন পুরোদমে চলছে। তাই যেন দম ফেলার মতো সময় নেই তাদের।

জানা গেছে, চাটমোহরের বিলচলন ইউনিয়নের বোঁথর, নিমাইচড়া ইউনিয়নের বেলগাছি ও পৌর সদরের বালুচর মহল্লাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কিছু প্রতিমা শিল্পী প্রতিমা তৈরি করেন। প্রতিমা তৈরির উপকরণের উচ্চমূল্যের কারণে এখন তারা আগের মতো লাভ করতে না পারলেও কোনোমতে টিকে আছেন এ পেশায়।

বেলগাছি গ্রামের প্রতিমা শিল্পী অমল পাল জানান, বেলগাছি গ্রামের চারটি পরিবার প্রতিমা তৈরির কাজ করেন। দুর্গা, স্বরস্বতী, কালী, লক্ষী, মনসা, শিবঠাকুর, বিশ্বকর্মা, গনেশসহ বিভিন্ন প্রতিমা তৈরি করেন তারা। যখন যেটা অর্ডার পান তখন সেটি তৈরি করে সরবরাহ করেন। তবে দুর্গাপূজা আসন্ন হওয়ায় দুর্গা প্রতিমা তৈরিতেই ব্যস্ত তারা। এ বছর তিনি ৩২টি দুর্গা প্রতিমার অর্ডার পেয়েছেন। কাঠামো তৈরি করে তাতে মাটি লাগানোর কাজ করছেন।

তিনি আরো জানান, প্রতিমা তৈরির উপকরণ খড়, বাঁশ, সুতলী, লোহা, রঙ, মাটি, ধানের তুষ, কাপড়সহ অন্যান্য উপকরণের দাম বেড়ে গেছে। আকার ভেদে এককেটি প্রতিমা ১০ হাজার থেকে ২০ হাজার টাকায় বিক্রি করা যায়। পাবনা ছাড়াও নাটোর, সিরাজগঞ্জসহ আশপাশ এলাকার সনাতন ধর্মাবলম্বীরা প্রতিমা কিনে নিয়ে যান। খুব বেশি লাভ করতে না পারলেও এ শিল্পকে আঁকড়ে ধরে কোনো রকমে দিনাতিপাত করছেন তারা। 
অপূর্ব পাল জানান, এ বছর ১২টি দুর্গা প্রতিমার অর্ডার পেয়েছেন তিনি। ইতিমধ্যে কাঠামো তৈরির কাজ শেষ করেছেন। সনাতন পাল নামক অপর প্রতিমা শিল্পী ১০টি দুর্গা প্রতিমা তৈরির কাজ করছেন।

তারা জানান, এঁটেল মাটি দুষ্প্রাপ্য হয়ে পড়েছে। আগে মাটি কিনতে হতো না। এখন চড়া দামে মাটি কিনতে হয়। অন্যান্য উপকরণের দাম বাড়ায় তারা লাভ করতে পারছেন না। আবার পৈতৃক পেশা ছাড়তেও পারছেন না। সব মিলিয়ে কোনো রকমে টিকে আছেন তারা।

বোঁথর গ্রামের প্রতিমা শিল্পী সত্যেন চক্রবর্ত্তী (ভুত্যে) জানান, এ বছর ১২টি দুর্গা প্রতিমা তৈরির কাজ শুরু করেছেন তিনি। এখন কাঠামো তৈরির কাজ করছেন। আশা করছেন পূজার আগেই সবগুলো সরবরাহ করতে পারবেন। তিনি আরো জানান, চাটমোহরের প্রায় ৩৫ জন প্রতিমা শিল্পী শতাধিক দুর্গা প্রতিমা তৈরির কাজে এখন ব্যস্ত সময় পার করছেন।

চাটমোহর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক অশোক চক্রবর্ত্তী জানান, আগামী ১ অক্টোবর মহাষষ্টির মাধ্যামে এ বছর চাটমোহরের ৫২টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মালম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে তিনি সকলের সহায়তা কামনা করেছেন। 

আরআর/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,