For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

পটুয়াখালীতে নির্মিত হবে আন্তর্জাতিক মানের জাহাজ কারখানা: শিল্প সচিব

Published : Thursday, 8 September, 2022 at 4:23 PM Count : 97

পটুয়াখালীর পায়রা বন্দরের সন্নিকটে আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ কারখানা (শিপইয়ার্ড) স্থাপন প্রকল্প পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রনালয়ের সচিব জাকিয়া সুলতানা।

বৃহস্পতিবার দুপুরে মধুপুর ও নিশান মৌজায় প্রকল্প স্থান পরিদর্শন করেন তিনি।
 
এ সময় তিনি জানান, মধুপুর ও নিশানবাড়িয়া মৌজায় ১০৫ একর জমির উপর নির্মান হবে দেশের প্রথম টেকসই জাহাজ নির্মান ও মেরামত কারখানা। ইতিমধ্যে রাবনাবাদ চ্যানাল ক্যাপিটাল ড্রেজিংয়ের আওতায় এসেছে। এটি নির্মান হলে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে, সেইসাথে এ অঞ্চলের ৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। ২০২৩ থেকে ৩৩ সালের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন হবে। ভারতের কেরালা থেকে শুরু হয়ে কোথাও জাহাজ মেরামতের কারখানা নাই। এইখানে রিপিয়ারিং ইয়ার্ড নির্মান হলে শুধু বাংলাদেশ নয় ইউরোপ সহ বিভিন্ন দেশের জাহাজ এখানে মেররাত করা যাবে। জমি একোয়ারের পর এবছর থেকেই কার্যক্রম শুরু হবে।

এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. জাফর উল্লাহ, বিএসিসি’র পরিচালক বেগম বদরুন নাহার, পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য কমোডোর এম মামুনুর রশীদ ও শিল্প মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ সলিম উল্লাহ।

এর আগে ২০১৪ সালে পটুয়াখালী সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে একটি শিপইয়ার্ড নির্মাণের ঘোষণা দেন। ২০১৫ সালে শিল্প মন্ত্রণালয় পরিদর্শনকালে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়।

এ সময় শিল্প মন্ত্রণালয় এটিকে তাদের অগ্রাধিকারমূলক প্রকল্প হিসেবে চিহ্নিত করে বাস্তবায়নের উদ্যোগ নেয়। পরে সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান জেন্টিয়াম সলিউশনস্ এবং ডাচ প্রতিষ্ঠান ডামেন শিপইয়ার্ডস গ্রুপ বিনিয়োগ প্রস্তাব নিয়ে আসলে বিএসইসি এর সঙ্গে ২০২০ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠান দুইটির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

পিএম/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,