For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হেরে কার্যত বিদায় ভারতের

Published : Wednesday, 7 September, 2022 at 9:57 AM Count : 301

শ্রীলঙ্কার কাছেও হেরে এশিয়া কাপ থেকে বিদায়ের মুখে ভারত। শ্রীলঙ্কার তরুণ ক্রিকেটারদের লড়াইয়ের কাছে ম্লান বিরাট কোহলিরা।

ভারতীয় এই বোলারদের দুর্বলতা দেখিয়ে দিয়েছিল পাকিস্তান। মঙ্গলবার তা আরো প্রকট করলো শ্রীলঙ্কা। সেই সঙ্গে কে এল রাহুল, বিরাট কোহলি,ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়াদের ব্যাটিং ব্যর্থতার খেসারত দিলো ভারত। টিম নিয়ে রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মা নিয়মিত পরীক্ষা চালিয়ে যাচ্ছেন। পাকিস্তান ম্যাচে ভালো বল করেছিলেন রবি বিষ্ণোই। তাকে বসিয়ে এশিয়া কাপে প্রথমবার নামানো হলো রবিচন্দ্রন অশ্বিনকে। ভুবনেশ্বর কুমারও ১৯তম ওভারে প্রচুর রানদিলেন। প্রথম ১০ ওভারে শ্রীলঙ্কা বিনা উইকেটে ৮৯ রান তুলে নেয়। তারপর আর তাদের থামানো যায়নি।

ওপেনার কে এল রাহুল আবার রান করতে ব্যর্থ। সাত বলে ছয় রান করেছেন তিনি। পাকিস্তান ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দেয়া বিরাট কোহলি চার বল খেলে শূন্য রান করেছেন। পাকিস্তান ম্যাচে রান পেয়েই বিরাট সাবেক ক্রিকেটারদের কটাক্ষ করে বলেছিলেন, তার খারাপ সময়ে একমাত্র ধোনি ছাড়া আর কেউ মেসেজ পর্যন্ত করেননি। এরপর এনিয়ে সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কারের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন বিরাট। ক্রিকেটে একটা কথা আছে, প্লেয়ারদের জবাব দেয়ার ক্ষেত্রটা হচ্ছে ২২ গজের মাঠ। উপেক্ষা, সমালোচনা, বঞ্চনা সব জবাবই সেখানে দিতে হয় ক্রিকেটারকে।

অধিনায়ক রোহিত শর্মা রান পেয়েছেন এবং ৪১ বলে ৭২ রান করেছেন। কিন্তু হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, দীপক হুডা ব্যর্থ। দীপক তো একের পর এক ম্যাচে ব্যর্থ হচ্ছেন। সূর্যকুমার যাদবও সেট হয়ে যাওয়ার পর আউট হন। একমাত্র রোহিত ও সূর্যকুমার যখন ব্যাট করছিলেন, তখন ভারতকে উজ্জ্বল দেখাচ্ছিল। বাকি পুরো সময় তাদের ম্লান দেখিয়েছে।
ম্যাচের পর রোহিত বলেছেন, আরও ১০-১৫ রান তোলা দরকার ছিল।

শ্রীলঙ্কার ব্যাটিং
শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিশঙ্ক এবং কুশল মেন্ডিস  দুজনেই হাফ সেঞ্চুরি করেছেন। শ্রীলঙ্কার প্রথম উিকেট পড়ে ৯৭ রানে। তারপর দুই ব্যাটার আসালঙ্কা ও গুণতিলক অল্প রানে ফিরে গেলেও ইনিংসকে টানেন অধিনায়ক দাসুন শনাকা এবং ভানুকা রাজাপাকসে। 

ভারতীয় বোলারদের মধ্যে যজুবেন্দ্র চাহল চার ওভারে ৩৪ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন। অশ্বিন ৩২ রান দিয়ে একটা উইকেট নেন। ভুবনেশ্বর একটা উইকেটও পাননি। অর্শদীপ ও হার্দিকও উইকেট নিতে ব্যর্থ।

রোহিত শর্মার বক্তব্য
ম্যাচের পর রোহিত বলেন, প্রথম ছয় ওভারে যে রান করার দরকার ছিল, তা করা যায়নি। এমনকী সপ্তম থেকে ১৫তম ওভারেও আশানুরূপ রান ওঠেনি। ১৭০ খারাপ স্কোর নয়। কিন্তু ১০-১২ রান কম ছিল।

রোহিতের মতে, শ্রীলঙ্কার ওপেনিং জুটিই ম্যাচ বের করে নিয়ে গেল। উইকেট নেয়ার চেষ্টা করেও লাভ হয়নি। পরিকল্পনা খাটেনি। রোহিতের বক্তব্য, এখনই এত ভাবার দরকার নেই। দল সেমিফাইনাল, ফাইনাল পর্যায়ে যাচ্ছে। ট্রফি জিতছে। হারের পর চাপ থাকে। তবে তা কাটিয়ে ওঠা যায়।

ভারতের অধিনায়কের বক্তব্য, তারা ইচ্ছে করেই দল নিয়ে পরীক্ষা করছেন। তিনি দেখতে চেয়েছিলেন, তিনজন জোরে বোলার থাকলে কী হয়, তৃতীয় স্পিনার কে হতে পারেন। বিশ্বকাপের দল প্রায় ৯০-৯৫ শতাংশ তৈরি। তবে বিশ্বকাপের আগে এখনো দল নিয়ে কিছু প্রশ্নের উত্তর পাওয়া বাকি আছে।

ভারতের আশা
এরপরেও এশিয়া কাপের ফাইনালে যাওয়ার একটা ক্ষীণ আশা আছে ভারতের। অঙ্কটা হলো, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানকে হারতে হবে। আর আফগানিস্তানের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেতে হবে ভারতকে। শ্রীলঙ্কা চার পয়েন্ট পেয়ে ফাইনালে উঠে গেছে। পাকিস্তান দুই পয়েন্ট পেয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তান হারলে, পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তান জিতলে এবং আফগানিস্তানের বিরুদ্ধে ভারত জিতলে তখন ভারত, আফগানিস্তান ও পাকিস্তানের পয়েন্ট হবে দুই। তখন রান রেটে ঠিক হবে কে ফাইনালে যাবে। সূত্র: ডয়েচে ভেলে।

এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,