For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ডুমুরিয়ায় আগাম ফুলকপি চাষে লাভবান কৃষক

Published : Tuesday, 6 September, 2022 at 12:10 PM Count : 198

খুলনার ডুমুরিয়ায় প্রথমবারের মতো আগাম ফুলকপি চাষ করে সফল হয়েছেন তাপস সরকার। তার বাড়ি ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামে। মৌসুমী ফসল হিসেবে শীতকালীন আগাম ফুল কপি চাষে সুদিনের মুখ দেখছেন তাপস।

তাপস তার সবজি ক্ষেতে উপ-সহকারী কৃষি অফিসার প্রকাশ চন্দ্র রায়ের সাথে বলেন, এবার ২ বিঘা জমিতে আগাম ফুলকপি আবাদ করেছেন। ফলন ও দাম ভালো থাকায় হাসি ফুটেছে তাপস কুমার আরও অনেক কৃষকের।

খুলনা জেলা অতিরিক্ত উপ-পরিচালক মো. মোছাদ্দেক হোসেন জানান, ডুমুরিয়ায় ফুলকপিসহ হরেক রকম সবজি চাষ হয়। এখানকার সবজি নিজ জেলার চাহিদা মিটিয়ে সারা দেশে সরবরাহ করা হয়। চাষে বিঘাপ্রতি আনুমানিক খরচ প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা। বাজার দর ভালো হওয়ায় এবার ক্ষেত থেকে পাইকারি দরে বিঘা প্রতি লক্ষাধিক টাকার কপি বিক্রি করা হচ্ছে।

ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ইনসাদ ইবনে আমিন বলেন, ডুমুরিয়া উপজেলার মাটি ও আবহাওয়া ফুলকপি চাষের উপযোগী। ফলন অনেক ভালো হয়। এবার লক্ষ্যমাত্রার প্রায় ২০ ভাগ বেশি জমিতে ফুলকপির আবাদ হয়েছে। আমরা মাঠ পর্যায়ে চাষিদের কপির ভালো ফলনের জন্য পরামর্শ দিয়ে আসছি। বিশেষ করে কোনো ধরনের পরিচর্যা নিতে হবে, কখন সেচ, সার, ওষুধ প্রয়োগ করতে হবে। আগাম জাতের কপির ক্ষেত্রে কিছু পার্থক্য আছে। সেইসব বিষয়গুলো আমরা কৃষকদের অবহিত করছি।
তাপসের মতো উপজেলার আদর্শ কৃষক আবু হানিফ বলেন, গত বছর ধান আবাদ করে লোকসান হয়েছিল। তাই এ বছর আমি  আগাম লিডার জাতের ফুলকপি চাষ করেছি। বিঘা প্রতি প্রায় ৬ হাজারের মতো গাছ রয়েছে। প্রতি বিঘা ফুলকপি চাষে খরচ হয়েছে ২০ হাজার টাকা। বাজারে এখন যে দাম রয়েছে তাতে আমি বিঘাপ্রতি প্রায় দেড় লাখ টাকা পাবো।

কৃষক রফিকুল বলেন, আমি ৩৩ শতক জমিতে ফুলকপির চাষ করেছি। ফলন অনেক ভালো হয়েছে। প্রথম চালানে ৬০ থেকে ৭০ টাকা দরে প্রায় ১৫০০ কেজি ফুলকপি বিক্রি করেছি। ১০-১২ দিনে সব কপি বাজারজাত করতে পারবো বলে আশা করছি। সচরাচর এমন ভালো দাম পাওয়া যায় না। বাজার অনেক ভালো। এই দর অব্যাহত থাকলে অনেক লাভ হবে।

এসএম/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,