For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

টানা তৃতীয় দিনের কর্মবিরতিতে স্থবির নাকুগাঁও স্থলবন্দর

Published : Saturday, 3 September, 2022 at 11:06 AM Count : 557

শেরপুরের নালিতাবাড়ীতে লোড-আনলোড শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে টানা তৃতীয় দিনের মতো শনিবার (৩ সেপ্টেম্বর) কর্মবিরতি চলছে নাকুগাঁও স্থলবন্দর শ্রমিকদের। এতে স্থবির হয়ে পড়েছে বন্দরের সার্বিক ব্যবসা-বাণিজ্য কার্যক্রম। তবে শ্রমিকরা বলছেন, তাদের ন্যায্য দাবি মেনে নিলেই কাজে যোগ দিবেন তারা।

সূত্রে জানা গেছে, জেলার অন্যতম গুরুত্বপূর্ণ নাকুগাঁও স্থলবন্দরে প্রায় ৭ শতাধিক লোড-আনলোড শ্রমিক কর্মরত আছেন। এ ছাড়া দৈনিক হাজিরা শ্রমিক রয়েছেন প্রায় ২ হাজারের মতো। বতর্মান বাজারে সকল নিত্যপণ্যের দাম বাড়লেও  শ্রমিকের মজুরি বাড়েনি। তাই বন্দরের শ্রমিকরা প্রতি সিএফটি পাথর লোড আনলোড করতে ৩ টাকার স্থলে ৪ টাকা করার দাবি জানান। এই দাবিতে গত বৃহস্পতিবার থেকে নাকুগাঁও স্থলবন্দরে মানববন্ধন ও কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। এই কর্মবিরতির কারণে বেকার হয়ে পড়েছেন সংশ্লিষ্ট প্রায় ৫ হাজার মানুষ। 

নাকুগাঁও লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুজন মিয়া জানান, দেশে জ্বালানিসহ সকল কিছুর দাম বেড়েছে। এতে আমাদের সংসার খরচ বেড়েছে। এখন ৩ টাকা দরে পাথর লোড-আনলোড করলে আমাদের পোষায় না। তাই প্রতি সিএফটিতে ১ টাকা করে মজুরি বাড়াতে আমরা প্রায় একমাস যাবত ব্যবসায়ীদের কাছে দাবি জানিয়ে আসছি। কিন্তু ব্যবসায়ীরা আমাদের ন্যায্য দাবি মেনে নিচ্ছেন না। দাবি মেনে নিলেই আমরা কাজে যোগ দিব।

এ ব্যাপারে নাকুগাঁও স্থলবন্দর আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল জানান, আমরা শ্রমিকদের দাবির প্রেক্ষিতে প্রতি সিএফটি পাথর লোড-আনলোড করতে ৩ টাকা থেকে ৫০ পয়সা বাড়িয়ে সাড়ে তিন টাকা করে মজুরি বাড়তি দিতে চেয়েছি। এতে শ্রমিকরা রাজি হচ্ছে না। তারপরও আমরা ব্যবসায়ীরা শ্রমিকদের সাথে সমঝোতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। 
এমএস/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,