For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

চা শ্রমিকদের ধর্মঘট ফের প্রত্যাহার

Published : Monday, 22 August, 2022 at 9:56 AM Count : 367

অবশেষে চা বাগানে চলমান ১২০ টাকা মজুরিতেই কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন চা শ্রমিকরা। প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বাস ও আস্থা রেখে তাঁর সম্মানে নতুন করে দেওয়া ধর্মঘট প্রত্যাহার করে নেয় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। 

দ্রুততম সময়ে নতুন মজুরি নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী এই আশায় কাজে ফিরেছেন তারা।

রোববার দিবাগত মধ্য রাত পর্যন্ত মৌলভীবাজারের জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসকের সঙ্গে চা বাগানের শ্রমিকদের বৈঠক অনুষ্ঠিত হয়। 

সেখানে শ্রমিকরা প্রশাসনের সঙ্গে পূর্বের মজুরিতেই বাগানে ফেরার জন্য সিদ্ধান্ত নেন। রাতেই উভয়পক্ষের সাক্ষরিত এক যৌথ বিবৃতিতে ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। 
সর্বশেষ রোববার রাত ১১টা থেকে দিবাগত রাত ৩টা পর্যন্ত অনেকটা গোপনে চা শ্রমিকদের নিয়ে বসেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। 

জানা যায়, ‘গত ২০ অগাস্ট শ্রীমঙ্গল উপজেলায় বিভাগীয় শ্রম দপ্তরের কার্যালয়ে চা শ্রমিক ও সরকারের সভা অনুষ্ঠিত হয়। সেখানে নতুন মজুরি নির্ধারণ করা হয় ১৪৫ টাকা। এরপর চলমান কর্মবিরতি প্রত্যাহার করার কথা জানান চা শ্রমিক নেতারা। কিন্তু সাধারণ চা শ্রমিকদের তোপের মুখে পড়ে এই সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসে চা শ্রমিক ইউনিয়ন।’

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ‘চা শ্রমিকরা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরম শ্রদ্ধা করেন। তার উজ্জল দৃষ্টান্ত আজকের এই সিদ্ধান্ত। চা শ্রমিকরা প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখে তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন এবং তারা কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।’

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা সোমবার সকাল ৯টার দিকে অবজারভারকে বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক। তিনি আমাদের যে সিদ্ধান্ত দেবেন আমরা তা মেনে নেব। প্রধানমন্ত্রী আমাদের কাজে যাওয়ার জন্য নির্দেশ দিছেন। আমরা ১৪৫ টাকা মজুরি মেনে নেইনি। তিনি দেশে আসার পর মজুরি ঘোষণা করবেন। এর মধ্যে যে কয়দিন কর্মবিরতি হয়েছে, সে কয়দিনের হাজিরাসহ আমাদের রেশন দেওয়া হবে। তিনি দেশে আসার পর বসতভিটা নিয়ে বিস্তারিত আরও আলাপ আলোচনা হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বা সরাসরি। রাতে ডিসি মহোদয়সহ উভয়পক্ষের সাক্ষরে এই সিদ্ধান্ত নেওয়া হয়।’

সভায় যেসব সিদ্ধান্ত নেয়া হয় সেগুলো হলো- ‘প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বাস ও আস্থা রেখে তাঁর সম্মানে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন তাদের ধর্মঘট প্রত্যাহার করে সোমবার থেকে কাজে যোগদান করবেন; আপাতত চলমান মজুরী অর্থাৎ ১২০ টাকা হারেই শ্রমিকরা কাজে যোগদান করবেন; প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্স পরবর্তীতে মজুরীর বিষয়টি প্রধানমন্ত্রীর সদয় বিবেচনার পর চূড়ান্ত ভাবে নির্ধারিত হবে মর্মে শ্রমিক নেতৃবৃন্দ দাবি জানান; আসন্ন শারদীয় দুর্গাপূজার পূর্বে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হওয়ার জন্য চা শ্রমিক নেতৃবৃন্দ আবেদন করবেন যা জেলা প্রশাসক কর্তৃক প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপস্থাপিত হবে; চা শ্রমিকদের অন্যান্য দাবিসমূহ লিখিত আকারে জেলা প্রশাসকের নিকট দাখিল করবেন; জেলা প্রশাসক প্রধানমন্ত্রী সময় বিবেচনার জানাসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করবেন; বাগান মালিকরা বাগানের প্রচলিত প্রথা/দর মোতাবেক ধর্মঘটকালীন মজুরী শ্রমিকদেরকে পরিশোধ করবেন। 

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলাম, মৌলভীবাজার জেলার যুগ্ম পরিচালক (এনএসআই) বজলুর রহমান।

চা শ্রমিকদের পক্ষে ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পংকজ কন্দ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নিপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালন্দি প্রমুখ।

-আরএ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,