For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বৃষ্টি-বাদলেই বিদ্যুৎ নেই

Published : Thursday, 11 August, 2022 at 2:57 PM Count : 167

ভোলাচরফ্যাশন বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোর কার্যকর পদক্ষেপের অভাবে দুর্ভোগ পিছু ছাড়ছে না সাধারণ গ্রাহকের। 

অপরিকল্পিত বিতরণ ব্যবস্থা আর গাছপালার মধ্য দিয়ে নেয়া সঞ্চালন লাইনের কারণে সামান্য বৃষ্টি-বাদলেই বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়।

উপজেলার প্রান্তিক পর্যায়ে বর্ষাকালে ৮ থেকে ১০ বার পর্যন্ত লোডশেডিং হচ্ছে।

জানা গেছে, চরফ্যাশন উপজেলাসহ ভোলায় বর্তমানে প্রায় চার লাখ ৮৭ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছেন। এর মধ্যে জেলা ও উপজেলা সদরে প্রায় ৯০০ কিলোমিটার এলাকার ৭০ হাজার গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, ওজোপাডিকো। এর মধ্যে চরফ্যাশন উপজেলায় আছে ১২ হাজার গ্রাহক। বাকি জেলার ৭৫টি ইউনিয়নের ৪৮২টি গ্রামের প্রায় ১০ হাজার ৮০০ কিলোমিটার এলাকার চার লাখ ১৭ হাজার গ্রাহক বিদ্যুৎ পাচ্ছেন পল্লীবিদ্যুৎ সমিতির মাধ্যমে। তার মধ্যে পল্লীবিদ্যুৎ সমিতি চরফ্যাশনের আওতায় বিছিন্ন চারটি (চকাজল, চরবিশ্বাস, চরমন্তাজ, ওচরব্যস্টিন ) চরসহ মোট গ্রাহক রয়েছেন এক লক্ষ ২৩ হাজার। তাদের এসব সঞ্চালন লাইনের প্রায় ৯০ ভাগই গাছপালার মধ্য দিয়ে টানা হয়েছে।
গ্রাহকদের অভিযোগ, ঝড়-বৃষ্টিতে লাইনের ওপর গাছের ডালপালা পড়লে সেটা না সরানো পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। দীর্ঘদিন ধরে চলা এ সংকট সমাধানের জন্য ইনসুলেটেড ওয়্যার ব্যবহারের দাবি গ্রাহকদের।

তবে চরফ্যাশন পল্লীবিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো মিজানুর রহমান বলেন, লাইনে গাছের ডালপালা পড়ে বা সিস্টেম আপডেটের কারণে কোন সমস্যা হলে তা দ্রুত সমাধান করা হয়। ভোলায় গ্যাসভিত্তিক পাঁচটি প্লান্টে প্রায় ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। জেলার ১০৬ মেগাওয়াট চাহিদা পূরণ করে বাকি বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।

তবে এ বিষয়ে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ মুঠোফোনে কথা বলতে রাজি হননি।

-এসএফ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,