For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

নবীনগরে ভোটার তালিকা হালনাগাদের তারিখ ঘোষণা

Published : Tuesday, 7 June, 2022 at 9:03 PM Count : 205

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ২১টি ইউনিয়নে ও একটি প্রথম শ্রেণীর পৌরসভার ভোটার তালিকা হালনাগাদের তারিখ ঘোষণা করেছেন জেলা নির্বাচন অফিস। 

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ২২ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত ২১ দিন বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন নির্বাচন কর্মীরা। আগামী ১৬ জুলাই থেকে ০৭ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলার প্রত্যেক ইউনিয়নে ভোটার নিবন্ধনের ছবি তোলা হবে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, জেলার মধ্যে নবীনগর উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম দ্বিতীয় পর্যায়ে পড়েছে। নবীনগর উপজেলা অনেক বড়। এখানে ভোটার সংখ্যাও অনেক বেশি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলি আজগর জানান, আগামী ২২ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত আমরা ২১ দিন বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবো। ১৬ জুলাই থেকে ০৭ সেপ্টেম্বর পর্যন্ত আমরা উপজেলার প্রত্যেক ইউনিয়নে ভোটার নিবন্ধনের ছবি তোলার কাজ শুরু করবো।
চলতি হিসাবে উপজেলার মোট ভোটার সংখ্যা তিন লক্ষ ৮৮ হাজার ৫৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটর এক লক্ষ ৯৬ হাজার ২০৪ ও মহিলা ভোটার এক লক্ষ ৯২ হাজার ৩৩০ জন। 

-এমএস/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,