For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ডাক্তার-নার্স পরিচয়ে করোনার জাল সার্টিফিকেট বাণিজ্য, গ্রেফতার ৭

Published : Sunday, 15 May, 2022 at 5:03 PM Count : 311

হাসপাতালের ডাক্তার, নার্স পরিচয়ে কোভিড-১৯ এর জাল সার্টিফিকেট বাণিজ্য চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১। 

র‍্যাব বলছে, বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে করোনার ভুয়া সার্টিফিকেটের নামে প্রতারণা করতো চক্রটি। ঢাকায় অবস্থান করতো তিন থেকে চার দিন। সংগ্রহ করতো টেস্টের কপি। বিকাশের মাধ্যমে হাতিয়ে নেওয়া হতো জাল কোভিড-১৯ সার্টিফিকেটের টাকা। মধ্যপ্রাচ্যে কর্মরত বিদেশগামী সাধারণ যাত্রীদের দুর্বলতার সুযাগ নিয়ে একটি প্রতারক চক্র বেশ কিছুদিন যাবৎ যাত্রীদের জিম্মি করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে আসছিল।

সোমবার দুপুরে র‍্যাব-১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব জানান র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।

তিনি বলেন, মহাখালী কোভিড-১৯ হাসপাতালের সামনে বিদেশগামী যাত্রীদের মােবাইল নম্বর সংগ্রহের উদ্দেশে প্রতারক চক্রের কতিপয় সদস্যরা অবস্থান করছে। 
তিনি বলেন, রাজধানীর বনানী থেকে সকাল সাড়ে ১০টার দিকে কোভিড-১৯ এর সার্টিফিকেট নিয়ে বিদেশগামী সাধারণ যাত্রীদের সাথে প্রতারণাকারী চক্রের ৭ সদস্য গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো- জসিম উদ্দিন (২৮), মাে. তারেকুল ইসলাম (২৬), মাে. আলমগীর হােসেন (২০), মাে. রিপন মিয়া (২৮), মাে. আরিফুল ইসলম (২০), আহম্মেদ হােসেন শাহাদাৎ (১৮) ও মাে. শামীম হােসেন (৩০)।

এ সময় তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া ৬ পাতা ভুয়া কোভিড-১৯ টেস্টের পজিটিভ এবং নেগেটিভ সার্টিফিকেটের ফটোকপি, ২টি বিকাশের মাধ্যমে টাকা আদান-প্রদানে ব্যবহৃত সিম কার্ড, ৩টি প্রবাসীদের মােবাইল নম্বর সম্পর্কিত টোকেন, ১টি পেনড্রাইভ, ১টি ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ড, ৮টি মােবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাব-১ এর অধিনায়ক বলেন, সাম্প্রতিক সময়ে কতিপয় ব্যক্তি বিদেশীগামী যাত্রীদের ভুয়া কোভিড-১৯ এর সার্টিফিকেট প্রদানের প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে বিপুল পরিমাণ অর্থ। এ সংক্রান্ত বেশ কয়েকজন প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-১। 

তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বিদেশগামী সাধারণ যাত্রীদের কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট একটি আবশ্যিক বিষয়। যে সকল বিদেশগামী যাত্রী কোভিড-১৯ নেগেটিভ সার্টফিকেট প্রদর্শন করতে পারবে না তারা বিদেশ যাত্রা করতে পারে না। বাংলাদেশ হতে মধ্যপ্রাচ্যে কর্মরত বিদেশগামী সাধারণ যাত্রীদের এই দুর্বলতার সুযোগ নিয়ে একটি প্রতারক চক্র বেশ কিছুদিন যাবৎ বিদেশগামী যাত্রীদের জিম্মি করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে আসছিল। 

র‍্যবের এই কর্মকর্তা বলেন, বিদেশগামী যাত্রীদের জিম্মি করে কোভিড-১৯ সার্টিফিকেট সংক্রান্ত সমস্যার বিষয়ে সমাধান করার কথা বলে বিভিন্নভাবে প্রলুব্ধ করে প্রতারণামূলকভাবে বিকাশের মাধ্যম ১০ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিত। চক্রটি গত কয়েক মাস যাবৎ সাধারণ বিদেশগামী যাত্রীদের হয়রানি করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। 

আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। এই চক্রের সদস্যরা বিদেশগামী যাত্রীদের নিকট নিজেদের কোভিড-১৯ হাসপাতালের ডাক্তার, স্টাফ ও নার্স পরিচয় দিয়ে তাদের বিশ্বস্ততা অর্জন করত। পরবর্তীতে যাত্রীদের কোভিড-১৯ এর ভুয়া সার্টিফিকেট প্রদান করে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিত। 

এই চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবত পরস্পর যোগশাজে একে অপরের সহযোগিতায় রাজধানীর বনানীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিদেশগামী যাত্রীদের নোভিড-১৯ এর সার্টিফিকেট সংক্রান্ত সমস্যার বিষয় সমাধান করার কথা বলে বিভিন্নভাবে প্রলুব্ধ করে লােকজনের নিকট হতে প্রতারণামূলকভাবে টাকা হাতিয়ে নেয় মর্মে স্বীকার করে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,