For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

সাময়িক বহিস্কৃত প্রধান শিক্ষকই নতুন ম্যানেজিং কমিটির সদস্য সচিব

Published : Monday, 9 May, 2022 at 4:02 PM Count : 522

যশোরেচৌগাছার ছারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজি গোলাম মোস্তফাকে সাময়িক বহিস্কার করা হলেও নতুন ম্যানেজিং এডহক কমিটিতে তাকে সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে।

এদিকে, তাকে বহিস্কারের ঘটনায় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় উপজেলার ছয়টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ ওই শিক্ষকের সাময়িক বহিস্কার বিধি সম্মত হয়নি বলে দাবি করেছেন।

গত ০৮ মে গোলাম মোস্তফা তার বহিস্কারাদেশ অবৈধ ও পরিপত্র পরিপন্থী দাবি করে সুষ্ঠু ব্যবস্থা গ্রহণের জন্য যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করেছেন।

তিনি অভিযোগ করেন, আমার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার জন্য এস এম সাইফুর রহমান বাবুল বেশ কিছু দিন ধরে আমাকে চাপ প্রয়োগ ও ভয় ভীতি প্রদর্শন করছিলেন। এ কারণে আমি গত ১৯ এপ্রিল তার বিরুদ্ধে থানায় অভিযোগ করতে না পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করি। পরে মেয়াদ শেষ হয়ে আসায় নতুন ম্যানেজিং কমিটির (এডহক) জন্য আমার আবেদনে ১৭ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর রহমানকে অভিভাবক সদস্য ও ২৪ এপ্রিল জেলা শিক্ষা কর্মকর্তা সহকারী শিক্ষিকা উম্মে সালমাকে শিক্ষক সদস্য অনুমোদন করেন।
পরে ২৫ এপ্রিল সাবেক কমিটির মেয়াদের শেষ দিনে বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক প্রভাত কুমার মিশ্রকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবেও নিয়োগ দিয়ে তার আবেদনে (ওই তারিখেই) এস এম সাইফুর রহমান বাবুলকে সভাপতি, প্রধান শিক্ষককে সদস্য সচিব, উম্মে সালমাকে সাধারণ শিক্ষক সদস্য ও মো. শফিকুর রহমানকে অভিভাবক সদস্য করে নতুন এডহক কমিটিকে অনুমোদন দিয়েছে যশোর শিক্ষাবোর্ড।

অনুমোদিত কমিটিতে সাময়িক বহিস্কৃত প্রধান শিক্ষক কিভাবে সদস্য সচিব হলেন- জানতে চাইলে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিশ্বাস শাহিন আহম্মদ প্রশ্ন করেন, 'প্রধান শিক্ষক যে বহিস্কৃত তা কি আমাদেরকে (বোর্ডকে) জানানো হয়েছিল?'

পরে তিনি বলেন, 'স্কুলের আইডি এসএমএস করে পাঠান আমি দেখবো।'

এ বিষয়ে বর্তমান সভাপতি (সাবেক সভাপতির ছেলে) এস এম সাইফুর রহমান বাবুল বলেন, 'প্রধান শিক্ষককে তার দুর্নীতির কারণে ও সকল নিয়ম মেনেই বহিস্কার করা হয়েছে। তার সকল প্রমাণাদি আমার কাছে সংরক্ষিত আছে।'

এদিকে, ২০২১ সালের সরকারি নীতিমালা অনুযায়ি কোন ফৌজদারি/ নৈতিক স্ফলন/দুর্নীতির মামলায় কোন শিক্ষক-কর্মচারী অভিযুক্ত হয়ে আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহিত হলে নিয়োগকারী কর্তৃপক্ষ সংশ্লিষ্ট শিক্ষক/কর্মচারিকে সাময়িক বরখাস্ত করতে পারবে।

জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মো. রফিকুজ্জামান বলেন, 'এডহক কমিটি তো নিয়োগকারী কর্তৃপক্ষ হতে পারে না।'

গত ১৩ এপ্রিল বিভিন্ন অভিযোগে চৌগাছা ছারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজি গোলাম মোস্তফাকে সাময়িক বহিস্কার করেন বিদ্যালয় ম্যানেজিং এডহক কমিটির সাবেক সভাপতি এস এম আতিয়ার রহমান।

-জেডআর/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,