For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

উত্তরণ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ

Published : Sunday, 1 May, 2022 at 10:45 PM Count : 396

উত্তরণ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ বিগত বছরগুলোতে মানবিক কার্যক্রমে দারুন সাড়া জাগিয়েছে উত্তরন ফাউন্ডেশন। দু:স্থদের পাশাপাশি বেদে ও তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে কাজ করে আলাদা পরিচিতি অর্জন করেছে উত্তরণ ফাউন্ডেশন। আর এই ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বাংলাদেশ পুলিশের ঢাকা  রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান (বিপিএমবার), (পিপিএম বার) রমজান ও ঈদের আগ মুহূর্তে ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি নিজের পুরনো এক সহপাঠীর পাশে দাড়িয়ে মানবিকতার অনন্য উদাহরণ সৃষ্টি করলেন। 

ঘটনাচক্রে অনেকদিন পর নিজের এক ক্লাসমেট এর খবর জানলেন তিনি। 

শহীদুজ্জামান মোল্লা নামে হাবিবুর রহমানের সেই সহপাঠীটি পারিবারিক আর-আর্থিক জীবনে দারুণ দুরবস্থায় ভুগছে। সেটা বিবেচনায় রেখে সহপাঠীর পাশে দাঁড়াতে চাইলেন ডিআইজি হাবিবুর হমান ও তার উত্তরণ ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশনের পক্ষ থেকে জেড অ্যান্ড জেড ফার্মার সৌজন্যে একটি ৯ সিটের ইজিবাইক তুলে দেয়া হয় শহীদুজ্জামান মোল্লার হাতে। এই সময় শহীদুজ্জামান মোল্লা নিজে সেটি বুঝে নেন, উপস্থিত ছিলেন ডিআইজি হাবিবুর রহমান ও জেড অ্যান্ড জেড ফার্মার স্বত্ত্বধিকারী মেহেদী হাসান বাবু।

ইতপূর্বে উত্তরণ ফাউন্ডেশন হিজড়া ও বেদে জনগোষ্ঠীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহণ করে। উত্তরণ ফাউন্ডেশন এর সার্বিক প্রচেষ্টা ও বর্তমান সরকারের নানামুখী উদ্যোগে বেদে জনগোষ্ঠী আজ বৈষম্যমুক্ত হয়ে সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে অগ্রসরমান। এর বাইরে উত্তরণ ফাউন্ডেশন সাভারে বেদে পল্লী ও হিজড়া গোষ্ঠীর সমাজ ব্যবস্থা উন্নয়ন থেকে শুরু করে স্কুল, কম্পিউটার ট্রেনিং সেন্টার, গাড়ি চালনা প্রশিক্ষণ কেন্দ্র ও বুটিক হাউসসহ নানা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে তাদের আত্ম কর্মসংস্থানের পাশাপাশি বেদে পল্লীর অভিশপ্ত বাল্য বিবাহ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 
এছাড়াও দৌলতদিয়া পতিতাপল্লীতে বেড়ে ওঠা শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে এবং সুবিধা বঞ্চিত ও অবহেলিত পিছিয়ে পড়া হিজড়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নের লক্ষ্যে ‘উত্তরণ কর্ম-সংস্থান প্রশিক্ষণ’ কর্মসূচি চালু করা হয় এবং হিজড়া সম্প্রদায়ের জীবনমান উত্তরণ, তাদের পূনর্বাসন ও মানুষ হিসেবে তাদের সামাজিক মর্যাদা সমুন্নত করতে সাড়া জাগানো বেশ কিছু পদক্ষেপ গৃহীত হয়।

এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,