For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

প্রধান শিক্ষক ছাড়াই চলছে অর্ধশতাধিক প্রাথমিক বিদ্যালয়

Published : Monday, 18 April, 2022 at 2:31 PM Count : 98

নরসিংদীরায়পুরায় দীর্ঘদিন যাবৎ প্রধান শিক্ষক ছাড়াই চলছে অর্ধশতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে বিদ্যালয়গুলোর কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে বলে মনে করছে স্থানীয় সচেতন মহল। 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সূত্রে জানা যায়, রায়পুরা উপজেলার ২৪টি ইউনিয়নে ১৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৫২টি  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে বৃহৎ উপজেলার ২৪টি ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়ন রায়পুরার চরাঞ্চল। যেখানে প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৫১টি। এর মধ্যে ৩৪টিই বিদ্যালয়ই পরিচালিত হচ্ছে প্রধান শিক্ষক ছাড়া। জ্যেষ্ঠ সহকারী শিক্ষকরাই এসব বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে বাড়তি দায়িত্ব পালন করছেন। 

এছাড়া, সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ১১৬টির। 

একাধিক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, বাড়তি দায়িত্ব অনেক সময় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে বাঁধার সৃষ্টি করে। এছাড়া ভারপ্রাপ্তের পদ নিয়ে শিক্ষকদের মধ্যে অনেক রাজনীতি ও কাঁদা ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এতে শিক্ষার পরিবেশ নষ্ট হয়।
বাশগাঁড়ি ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুদ্দিন মিয়া বলেন, 'আমার বিদ্যালয়ে ২০০৬ সাল থেকে প্রধান শিক্ষকের পদটি শূন্য রয়েছে। তাছাড়া ছয় জন শিক্ষকের স্থলে মাত্র তিন জন শিক্ষক কর্মরত রয়েছেন। এর মধ্যে আমি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করায় অনেক সময় আমাকে অফিসের কাজে ব্যস্ত থাকতে হয়। এতে করে আমার বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালাতে অনেক কষ্ট হয়।'

রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নওয়াব মিয়া বলেন, 'এই বিদ্যালয়ে ২০০৮ সাল থেকে প্রধান শিক্ষকের পদটি শূন্য রয়েছে। ২৩৫ জন শিক্ষার্থীর জন্য তিন জন শিক্ষক কর্মরত রয়েছে। এর মধ্যে অনেক সময় আমাকে অফিসিয়াল কাজে ব্যস্ত থাকলে দু'জন শিক্ষককে ক্লাস নিতে হয়। ফলে পাঠদান কার্যক্রমে অনেক সমস্যা হচ্ছে।'

রায়পুরা উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন বলেন, 'অনেক বছর ধরে প্রধান শিক্ষক পদে কোন পদোন্নতি দেওয়া হচ্ছেনা। এর কারণ হিসেবে কর্তৃপক্ষ আমাদের বলেন- ২০১৪ সালে প্রধান শিক্ষক পদটি ২য় শ্রেণি হওয়াতে পিএসসির অনুমোদন লাগে। নবজাতীয়করণকৃত সহকারীগণ তাদের চাকরিকালীন জ্যেষ্ঠতার দাবিতে প্রধান শিক্ষক পদে পদোন্নতির বিরুদ্ধে মামলা করেন।

রায়পুরা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সোহাগ হোসেন বলেন, ৫২টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এগুলা সরকারের নিয়োগের মাধ্যমে পূরণ হবে অথবা প্রধান শিক্ষক পদে পদোন্নতি যদি দেয় তাহলেই সম্ভব। এছাড়া প্রধান শিক্ষকের শূণ্য পদ পূরণের ক্ষেত্রে আমাদের কোন ভূমিকা রাখার সুযোগ নেই।

-টিকে/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,