For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

জলঢাকায় ৫ বছরেও সেতু সংস্কার না করায় দুর্ভোগ

Published : Sunday, 17 April, 2022 at 3:11 PM Count : 110

নীলফামারীর জলঢাকায় গত পাঁচ বছর আগে বন্যায় হেলেপড়া সেতুটি আজও সংস্কার না করায় চলাচলে এলাকাবাসীর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা দ্রুত সেতুটি সংস্কারের দাবি জানিয়েছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ডাউয়াবারী ইউনিয়নের ১নং ডাউয়াবাড়ি চরভরট ওয়ার্ডের বাসিন্দাদের ইউনিয়ন অফিস, বাজার ও উপজেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র সড়ক এটি। আর চলাচল অনুপযোগী সেতুটি রয়েছে এই সড়কে। ২০১৭ সালের ১০ আগস্ট বন্যার পানির স্রোতে সেতুটি একদিকে হেলে পড়লে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তারপরও মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সেতুর ওপর দিয়ে  চলাচল করছে। এখন পর্যন্ত সেতুটি সংস্কার হয়নি।
 
স্থানীয় বাসিন্দা জিয়া জানান, আমাদের নেকবক্ত ও উপজেলা বাজারের সঙ্গে যোগাযোগের মাধ্যম এই সড়ক। আর এই সড়কের ওপর নির্মিত সেতুটি ত্রাণের টাকায় নির্মিত হয় ২০১৭ সালে। সে সময় বন্যার পানিতে সেতুটি হেলে পড়লে চলাচলের অযোগ্য হয়ে পড়ে এবং সড়ক ও সেতু  চলাচল উপযোগী করতে এলাকাবাসীর সহযোগিতায় বালু ফেলে বাঁশের সেতু নির্মাণ করা হয়। সেই বালুও গতবারের বন্যায় নষ্ট হয়ে সেতু চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বর্তমান বাঁশের সেতুটিও ঝুঁকিপূর্ণ। তারা বর্ষা ও শুষ্ক মৌসুমে বিকল্প পথে দুই কিলোমিটার ঘুরে চলাচল করেন। এই এলাকায় প্রায় তিন হাজার লোকের বসবাস। তাই সেতুটি দ্রুত মেরামতের দাবি জানান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান৷ সাইফুল ইসলাম মুকুল জানান, সেতুটি হেলে পড়ার দিনই তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক প্রধান ও প্রকৌশলী হারুন অর রশীদকে জানানো হয়েছিল। সেই সময় তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোসহ দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছিলেন।কিন্তু চার বছর হয়ে গেলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, গত  ২০১৫-১৬ অর্থ বছরে ত্রাণের ১২ লাখ টাকায় এ সেতু নির্মাণকাজ শুরু হয়ে ২০১৭ সালের মে মাসে কাজ শেষ হয়। সেই সময় বন্যার পানিতে সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছিল।
এইচএস/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,