For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

নেত্রকোণার খালিয়াজুরী হাওরে ধান কাটা শুরু

Published : Sunday, 10 April, 2022 at 3:01 PM Count : 180

ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে ভারী বর্ষণের কারণে নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার ধনু নদীতে পানি কমতে শুরু করায় খালিয়াজুরী, মদন, মোহনগঞ্জের বিভিন্ন হাওরে ধাট কাটা শুরু করেছে কৃষকরা।

জেলার ১০টি উপজেলা কৃষকদের দাবি, ২৯ জাতের ধানে ছিটা হওয়ায় তাদের লোকসানে পড়তে হবে। অপরদিকে কৃষি অফিসের লোকজন আমাদের সহযোগিতা করে না। 

মোহনগঞ্জ উপজেলার সায়াইর ইউনিয়নের সয়াইর গ্রামের কৃষক মঞ্জুরুল আলম চৌধুরী জানান, আমাদের এলাকায় ধান কাটার জন্য শ্রমিকের সংকট দেখা দিয়েছে। তবে বিভিন্ন জেলা থেকে শ্রমিক আসলে আমরা দ্রুত ধান কাটতে পারব। শেরপুর, জামালপুরসহ বিভিন্ন জেলা থেকে হার্ভেস্টার মেশিন ইতিমধ্যে আসতে শুরু করেছে।

খালিয়াজুরী সদর ইউনিয়নের কীর্তনখলা হাওর, চুনাই হাওর, বাদিয়ারচর হাওর, টাকটারের হাওর, মনিজান হাওর, লেবরিয়া হাওর, হেমনগর হাওর চাকুয়া ইউনিয়নের গঙ্গবদও হাওর, নয়াখাল হওর, গাজীপুর ইউনিয়নের বাগানী হাওর, নাওটানা ও ডাকাতখালি হাওরের ধানকাটার কার্যক্রম ইতিমধ্যে চলমান রয়েছে। 
মদন উপজেলা কৃষক সোহাগ মিয়া বলেন, আমাদের যে ক্ষতি হয়েছে সরকার যদি আমাদেরকে সহযোগিতা না করে, তাহলে আমরা ঘুরে দাঁড়াতে পারব না।

জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান কৃষকদেরকে দ্রুত পাকা ধান কাটার জন্য নির্দেশ দিয়েছেন।

অপরদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত জানান, কির্তনখোলা ও নাউটানা এলাকায় আশা বাঁধের ফাটল দেখা দিয়েছিল, তা আমরা দ্রুত মেরামত করেছি। ধনু নদীর পানি আজ রবিবার সকাল ১১টার দিকে বিপদসীমার ৩৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বোরো ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে আর কোনো আশঙ্কা নেই। আমাদের লোক বাঁধ রক্ষায় নিয়োজিত রয়েছে। আমরা প্রতিনিয়তই তদারকি করছি।  

পূর্বপশ্চিম/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,