For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বাউফলে এমপির পতন চাইলেন চেয়ারম্যান

Published : Thursday, 17 March, 2022 at 8:59 PM Count : 847

পটুয়াখালী-২ বাউফল আসনের এমপি ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজের পতন চাইলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার।

বৃহস্পতিবার বঙ্গবন্ধুর জম্মবাষির্কী পালন উপলক্ষে আয়োজিত সমাবেশে এই দাবী তোলেন তিনি।     
আসম ফিরোজ এমপি বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং আবদুল মোতালেব হাওলাদার সাধারণ সম্পাদক। দীর্ঘদিন তারা একসঙ্গে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছিলেন। সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়ে সভাপতি ও সম্পাদকের মধ্যে দুরত্ব সৃষ্টি হয়। জাতীয় কয়েকটি কর্মসূচীও তারা পৃথকভাবে পালন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার আসম ফিরোজ ও মোতালেব হাওলাদার পৃথকভাবে বঙ্গবন্ধুর জম্মবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করেন। ভোরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়ার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সংঘর্ষ এড়াতে উপজেলা শহরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের পাহাড়ায় দুই পক্ষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচী পালন করে।

উপজেলা পরিষদের প্রধান ফটকে পুলিশ ও মোতালেব হাওলাদার সমর্থিত নেতাকর্মীদের জটলা থাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসা স্কুল-কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বিড়ম্বনার শিকার হন।

বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে মোতালেব হাওলাদার বলেন, আসম ফিরোজ এমপি দলকে পৈত্রিক সম্পত্তি বানাতে চান।

বিগত দিনে বেশ কয়েকজন আওয়ামীলীগ নেতার নাম উল্লেখ করে বলেন, আসম ফিরোজ তাদেরকে অসম্মানীত করেছেন। আসম ফিরোজের পতন হবেই। এদিকে দুই নেতার দ্বন্দ্বের কারনে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা বিব্রতবোধ করছেন।

আবদুল মোতালেব হাওলাদার মনে করেন, আসম ফিরোজ উপজেলা আওয়ামীলীগ যেভাবে নিয়ন্ত্রন করেন, তাতে মনে হয় এটা তার পৈত্রিক সম্পত্তি।

অপরদিকে আসম ফিরোজ সমর্থিত উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক ইব্রাহিম ফারুক বলেন, অর্থের লোভে মোতালেব হাওলাদার ষড়যন্ত্রকারীদের সঙ্গে হাত মিলিয়ে দলের ক্ষতি করছেন।

এএস/এসআর
    


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,