For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

আইইবি চট্টগ্রাম কেন্দ্রের জিপিএইচ ইস্পাত প্ল্যান্ট পরিদর্শন

Published : Tuesday, 15 March, 2022 at 10:36 PM Count : 110

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের একটি প্রতিনিধিদল মঙ্গলবার সীতাকুন্ড উপজেলার কুমিরায় জিপিএইচ ইস্পাত-এর ইলেকট্রিক কোয়ান্টাম আর্ক ফার্নেস প্রযুক্তি দিয়ে ইস্পাতসামগ্রী তৈরির প্ল্যান্ট পরিদর্শন করেছেন।

আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেনের নেতৃত্বে প্রতিনিধি দল প্ল্যান্ট এলাকায় পৌঁছলে জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল তাদের অভ্যর্থনা জানান।

প্রতিনিধি দলের পক্ষ থেকে জিপিএইচ ইস্পাতের পরিচালককে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। সদস্যদের মধ্যে ছিলেন, আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী, সম্পাদক, প্রকৌশলী এস এম শহিদুল আলম, কাউন্সিল সদস্য প্রকৌশলী তৌহিদুল আনোয়ার, প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, প্রকৌশলী প্রদীপ বড়ুয়া, প্রকৌশলী একেএম সাইফুল ইসলাম, প্রকৌশলী সৈয়দ ইকবাল পারভেজ ও প্রকৌশলী মো. ইফতেখার আহমেদ এবং আইইবি’র উপ-নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন খালেদ চৌধুরী। 

জিপিএইচ ইস্পাত কর্তৃপক্ষের সঙ্গে প্রতিনিধি দলের সৌজন্যমূলক আলোচনাকালে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন আধুনিক প্রযুক্তিতে মানসম্মত ইস্পাত সামগ্রী তৈরির জন্য  জিপিএইচ ইস্পাত কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এই নতুন প্রযুক্তি সহায়ক ভূমিকা পালন করবে। এক্ষেত্রে আধুনিক ইলেকট্রিক কোয়ান্টাম আর্ক ফার্নেস প্রযুক্তি আনয়নের জন্য তিনি প্রকৌশলীদের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করেন।
জিপিএইচ ইস্পাত-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল বলেন, এই প্রযুক্তির মাধ্যমে সর্বোচ্চ মানের ইস্পাত সামগ্রী তৈরি করা সম্ভব। জিপিএইচ ইস্পাত সরকারের মেগা প্রকল্প ও বেসরকারি অবকাঠামো উন্নয়নপূর্বক বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে। তিনি টেকসই ও আধুনিক ইস্পাত পণ্য ব্যবহারের লক্ষ্যে সচেতনতা সৃষ্টির জন্য প্রকৌশলীদের প্রতিও আহ্বান জানান। পরে আইইবি চট্টগ্রামের সঙ্গে যৌথভাবে একটি সেমিনার করার প্রস্তাব দেন তিনি। প্রতিনিধি দল পরে সরেজমিন পুরো প্ল্যান্ট পরিদর্শন করেন।

এর আগে জিপিএইচ ইস্পাতের ডিজিএম ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন ইলেকট্রিক কোয়ান্টাম আর্ক ফার্নেস প্রযুক্তির মান ও গুণগত দিকগুলো নিয়ে এবং ইমতিয়াজ হোসেন এনভায়রনমেন্ট হেলথ অ্যান্ড সেইফটি সম্পর্কে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন দেন।

এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,