For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বড়াইগ্রামে সংঘবদ্ধ ধর্ষণ, মামলা না তোলায় বাদীকে মারধর

Published : Tuesday, 15 March, 2022 at 5:38 PM Count : 107

নাটোর জেলার বড়াইগ্রামে সংঘবদ্ধ ধর্ষণের মামলা তুলে না নেওয়ায় বাদীকে দফায় দফায় মারধর ও প্রানণাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এতে মামলার বাদী চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

এদিকে ধর্ষণ মামলা আপসের কথা বলে আসামিদের কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একজন মহিলা ইউপি সদস্যসহ প্রধানদের বিরুদ্ধে। এসব ঘটনায় বাদী থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।
 
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৭ জুলাই সন্ধ্যায় ভিকটিম (১৫) মায়ের সঙ্গে রাগ করে রয়না ভরটে নানার বাড়ি যাবার পথে রয়না ফিলিং স্টেশন এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ১৯ জুলাই তার মা বাদী হয়ে উপজেলার দিঘলকান্দি গ্রামের ফরহাদ হোসেনের ছেলে শাহাদৎ হোসেন (২১) ও দেলু মন্ডলের ছেলে স্বপন মন্ডলের (২৪) নামে থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ তাদের দুজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।

বিষয়টি আসামির স্বজনরা আপসের জন্য জোনাইল ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য জহুরা বেগমসহ কয়েকজন গ্রাম প্রধানের স্মরণাপন্ন হন। এ সময় তারা বাদীকে দেওয়ার কথা বলে জরিমানা স্বরূপ আসামিপক্ষের কাছ থেকে দুই লাখ টাকা নেন। কিন্তু সে টাকা বাদীকে না দিয়ে সাবেক নারী ইউপি সদস্যের কাছে জমা রাখেন। এরপর থেকে আসামিরাসহ ইউপি সদস্য জহুরা বেগম ও তার স্বামী জরিফ আলী বাদী আপস করে মামলা প্রত্যাহারের জন্য চাপ দিয়ে আসছেন। কিন্তু বাদী তাতে রাজি না হওয়ায় তারা নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করাসহ মঙ্গলবার তাকে মারধর করেন।

এর আগেও তাকে দফায় দফায় হুমকির মুখে তুলে নিয়ে গিয়ে আপস বৈঠকের নামে মানসিক নির্যাতন করাসহ একাধিকবার মারধর করেছে বলে জানান বাদী। এমনকি মামলা প্রত্যাহার না করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ায় বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এদিকে জরিমানার দুই লাখ টাকার মধ্যে এক লাখ টাকা মহিলা ইউপি সদস্য ও তার ছেলে হাতিয়ে নিয়েছেন এবং অবশিষ্ট টাকারও কোনো হদিস নেই বলে জানা গেছে। 

এ ব্যাপারে বাদী জানান, তারা প্রতিদিনই আমাকে কিছু টাকা নিয়ে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে। কিন্তু আমি টাকা চাই না। আমি আমার মেয়ের ওপর করা নির্যাতনের সুষ্ঠু বিচার চাই।
   
ইউপি সদস্য জহুরা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ও আমার ছেলে এক লাখ নিয়েছি। বিষয়টি মীমাংসা করতে থানা, কোর্ট-কাচারিতে দৌড়াদৌড়ি করতে এ টাকা খরচ হয়েছে। অবশিষ্ট টাকা আছে। মামলা প্রত্যাহার করলেই এ টাকা তাদেরকে দেওয়া হবে। এ সময় স্থানীয়ভাবে ধর্ষণ মামলা আপস করা আইনসিদ্ধ কি না জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দেননি।
 
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, বাদীকে মারধরের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এএইচ/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,