For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

সুদের টাকার জন্য দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

Published : Monday, 14 March, 2022 at 6:16 PM Count : 134

সুদের টাকার জন্য লাঞ্ছিত ও হুমকির অপমান সইতে না পেরে তিন সন্তানের জনক এক দিনমজুরের বিষপানে আত্মহত্যার কথা প্রাথমিকভাবে ছড়িয়ে পড়েছিল। তবে ঘটনার একদিন পর জানা গেল, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

ঘটনাটি বরিশাল জেলার গৌরনদী উপজেলার উত্তর ধানডোবা গ্রামের। 

সোমবার সকালে মৃত বিমল বাছারের (৪২) স্ত্রী অভিযোগ করেন, আসল পাঁচ হাজার টাকায় বিশ হাজার টাকা সুদ নেওয়ার পরেও তার স্বামীর কাছে আরো পাঁচ হাজার টাকা দাবি করে গ্রাম্য সুদি মহাজন সোহেল হাওলাদার ওরফে বিচ্ছু সোহেল। তার দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় শুক্রবার রাতে স্থানীয় সাদ্দাম বাজার নামক এলাকায় বসে সহযোগীদের নিয়ে বিমলের ওপর হামলা চালায় সোহেল। এতে বিমল জ্ঞান হারিয়ে ফেললে হামলাকারীরা মৃত ভেবে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে তড়িৎগতিতে বিষ এনে বিমলের মুখে ঢেলে দেয়। এর আগে ওইদিন সন্ধ্যায় বিমলকে খুঁজতে বাড়িতে এসে না পেয়ে অশালীন ভাষায় গালিগালাজ করে বসতঘরে তালা দেওয়ার হুমকি দেন সোহেল।

সূত্রমতে, মুমূর্ষু অবস্থায় বিমলকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে রবিবার বিকেলে বিমলের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ওই দিন সন্ধ্যায় অবুঝ তিন সন্তানের সামনে শেষকৃত্য ঘটে নিহত বিমল বাছারের। এ সময় বিমলের স্ত্রী ও সন্তানদের আর্তনাদে পুরো এলাকার আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। নিহত বিমল ওই গ্রামের মৃত শ্রীচরন বাছারের ছেলে। বিমলের মৃত্যুর পর থেকে  সোহেল চৌকিদার সপরিবার ঘরে তালা দিয়ে আত্মগোপন করেছেন।
স্থানীয়রা জানায়, গ্রামের দিনমজুর পরিবারের অসহায়ত্বের সুযোগ নিয়ে দীর্ঘদিন থেকে দক্ষিণ ধানডোবা গ্রামের সোহেল হাওলাদার ওরফে বিচ্ছু সোহেল প্রতি হাজারে প্রত্যেকদিন দুইশত টাকা হিসেবে সুদ আদায় করে নিচ্ছেন। সুদের টাকা পরিশোধে বিলম্ব হলেই শারীরিক নির্যাতন থেকে শুরু করে সহযোগীদের নিয়ে শেষ সম্বলটুকু কেড়ে নেন। 

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, পুরো ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আএইচ/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,