For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান ধর্মঘট

Published : Sunday, 13 March, 2022 at 7:11 PM Count : 115

নাটোর জেলার বড়াইগ্রামে বিয়ের দাবিতে তিনদিন যাবৎ প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন এক প্রেমিকা (২১)। ওই প্রেমিকা গত শুক্রবার সন্ধ্যায় প্রেমিক বড়াইগ্রামের নগর গ্রামের রায়হান আলী ওরফে শুভর বাড়িতে অবস্থান নেয়। রায়হান ওই গ্রামের জুলহাস উদ্দিনের ছেলে।

রোববার সরেজমিনে দেখা যায়, স্থানীয় লোকজন বিষয়টি শুনে ওই বাড়িতে ভিড় করেছেন। এ সময় অনেক বুঝিয়েও তাকে ওই বাড়ি থেকে সরাতে পারছেন না রায়হানের স্বজনরা। এদিকে ঘটনার পর থেকে প্রেমিক রায়হান ও তার পিতা জুলহাস বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করছেন।
 
জানা যায়, রায়হান পাবনার ঈশ্বরদী উপজেলার রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এবং তরুণী পাশের ইপিজেডে কাজ করতো। এ সময় তাদের মধ্যে পরিচয় ও পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে রায়হানের পিতামাতা তরুণীর বাড়িতে গিয়ে ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য তাকে দেখেও আসেন এবং ঘরবাড়ি সেরে ৬ মাস পর বিয়ে দেওয়ার আশ্বাস দেন। এরপর রায়হান ঈশ্বরদীতে তাকে একটি বাসা ভাড়া করে দেন। সেখানে বসবাস করা কালে রায়হান মাঝে মাঝে সেখানে গিয়ে থাকতো। 

এদিকে ৬ মাস সময় অতিক্রম হয়ে গেলে তরুণী রায়হানকে বিয়ের জন্য চাপ দেয়। এরপর রায়হান চাকরি ছেড়ে বাড়িতে চলে আসে। পরবর্তীতে বিয়ের কথা বললেই রায়হান তার মোবাইলে ধারণ করা নিজেদের একান্তে সময় কাটানোর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়। তাই সর্বশেষ কোনো উপায় না পেয়ে ওই তরুণী শুক্রবার সন্ধ্যায় প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নেয়।
 
নাম প্রকাশে অনিচ্ছুক রায়হানের এক স্বজন জানান, আমরা প্রেমের সম্পর্ক মেনে নিয়ে বিয়ে করাতে রাজি ছিলাম। কিন্তু তার আগে একবার বিয়ে হয়েছে শুনে আমরা পিছিয়ে এসেছি। 

ওই তরুণী জানান, আমি প্রথমেই রায়হানকে আমার প্রথম বিয়ের কথা জানিয়েছি। তিনি সবকিছু জেনেই আমার সঙ্গে সম্পর্ক করেছেন।
 
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, বিষয়টি শুনেছি। তবে তারা ঈশ্বরদী থানা এলাকায় থাকাকালে সব ঘটনা ঘটেছে। এ কারণে তরুণীর পিতামাতাকে সেখানেই মামলা করার কথা বলেছি। পরবর্তীতে ঈশ্বরদী থানা পুলিশ যেভাবে চাইবে আমরা সেভাবে সহযোগিতা করবো।
-এএইচ/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,