For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

নিয়ামতপুরে সম্পত্তি বিক্রি করে পুনরায় দখলের চেষ্টা

Published : Friday, 11 March, 2022 at 10:17 AM Count : 73

নয়গাঁর নিয়ামতপুরে সম্পত্তি বিক্রির পর তা আবার দখলচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

তিন মাস আগে আমার কাছে বাড়ির সম্পত্তি বিক্রি করে তা রেজিস্ট্রি দিয়ে এখন আবার দখলের চেষ্টা করছে। নিজে বিক্রিত বাড়ির জায়গা রেজিস্ট্রি দিয়ে সপরিবারে বাড়ি ভেঙে, বাড়ির যাবতীয় আসবাবপত্র নিয়ে এখন আমার ওপর বাড়ি ভাঙ ও জায়গা দখলের অভিযোগ করছেন। এমনটাই অভিযোগ করছেন উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের চকসিতা গ্রামের মৃত হযরত আলীর ছেলে হাবিবুর রহমান।

সরেজমিনে গিয়ে জানা যায়, চকশিতা গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক তাঁর বসতভিটা চকসিতা মৌজার ১৮ নম্বর খতিয়ানের ৬৩০ নম্বর দাগের সম্পূর্ণ সম্পত্তি তার প্রতিবেশী মৃত হযরত আলীর ছেলে হাবিবুর রহমানের কাছে বিক্রি করে দেন। বিভিন্ন সময়ে
টাকা নিলেও তালবাহানা করে রেজিস্ট্রি দিতে অনেকদিন পার করে দিয়েছিলেন। 

সবশেষে গত ২০২১ সালের ২৮ ডিসেম্বর নিয়ামতপুর রেজিস্ট্রি অফিসে গিয়ে আব্দুর রাজ্জাক তার ওই দাগের প্রাপ্য সম্পত্তি হাবিবুর রহমানের নামে রেজিস্ট্রি করে দেন।এর পর তিনি নিজে তার বাড়িঘর ভেঙে যাবতীয় আসবাবপত্র নিয়ে হরিপরে চলে যান। যেখানে তিনি নতুন বাড়ি করে
বসবাস করছেন। প্রায় তিন মাস পর আব্দুর রাজ্জাক হাবিবুর রহমানের বিরুদ্ধে বসতভিটার জায়গা দখল ও বাড়ি ভাঙার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
হাবিবুর রহমান বলেন, ৬৩০ দাগে আব্দুর রাজ্জাক ও তার বাবা যে পরিমাণ সম্পত্তি পাবে তা সম্পূর্ণ বিক্রি করে দেন। রেজিস্ট্রিও হয়। তারপরও তিনি সেই সম্পত্তি আবার দখলের চেষ্ট করছেন।

প্রতিবেশীদের বাধার মুখে দখলের চেষ্টায় ব্যর্থ হলে তিনি থানায় গিয়ে আমার নামে মিথ্যে অভিযোগ দায়ের করেন। আমি না কি তার বাড়িঘর ভেঙে দিয়েছি। অথচ বাড়ির জায়গা রেজিস্ট্রির পর তিনি নিজে ভেঙে সবকিছু নিয়ে যান।

এ বিষয়ে আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা মুঠোফন বন্ধ পাওয়া যায়।

গত ৯ মার্চ বিষয়টি নিয়ে নিয়ামতপুর থানায় এসআই জাহাঙ্গীর আলমের উদ্যোগে স্থানীয় কিছু রাজনৈতিক নেতাসহ বৈঠকে বসলে তারা উকিলের মতামত নিয়ে সমস্যার সমাধান করার পরামর্শ দেন।

এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,