For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

দশমিনায় সার, বীজ ও কীটনাশকের দোকানে অভিযান

Published : Thursday, 10 March, 2022 at 11:35 AM Count : 350

পটুয়াখালীর দশমিনায় সার, বীজ ও কীটনাশকের দোকানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (৯ মার্চ) সন্ধ্যার আগে উপজেলা শহরের নলখোলা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও দশমিনা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল।
এ সময়ে মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক রাখার দায়ে মেসার্স নিসা এন্টার প্রাইজকে এক হাজার পাঁচশত, মেয়াদোত্তীর্ণ বীজ, সার ও কীটনাশক রাখার দায়ে মেসার্স সাগর এন্টারপ্রাইজকে ছয় হাজার ও মেসার্স লুনা এন্টারপ্রাইজকে তিন হাজার এবং মেয়াদোত্তীর্ণ বীজ রাখার দায়ে মেসার্স নিরঞ্জন সাহাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।  
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. জাফর আহমেদ।

দশমিনা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল জানান, মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও কৃষিপণ্য বিক্রির জন্য ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক এ জরিমানা করা হয়েছে এবং মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করে বিনষ্ট করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

এসটি/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,