For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

৫ বছর পর হারিয়ে যাওয়া মা কে খুঁজে পেলেন মেয়ে

Published : Wednesday, 9 March, 2022 at 11:40 AM Count : 143

খুলনা থেকে হারিয়ে যাওয়ার পাঁচ বছর পর মা রিনা বেগম (৫০) কে খুঁজে পেয়েছেন তার মেয়ে ফারজানা আক্তার মিম।

মঙ্গলবার রাত ৯টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলা সদরের চারমাথার মোড়ে রিনা বেগম নামে ওই নারীকে তার মেয়ের কাছে হস্তান্তর করেন খোঁজ পাওয়া তারেক রহমান উপজেলার সদর ইউনিয়নের সদস্য বাদশা, পারুল বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

রিনা বেগম খুলনার ফুলতলা উপজেলার জুগনিপাশা গ্রামের মহসিন আলীর স্ত্রী এবং জয়নাল শেখের মেয়ে। রিনা বেগমের একমাত্র মেয়ে ফারজানা আক্তার মিম ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ১ম বর্ষের ছাত্রী।

দীর্ঘদিন পর মা কে ফিরে পেয়ে মেয়ে ফারজানা আক্তার মিমসহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
এর আগে ২০১৭ সালের অগাস্ট মাসে হারিয়ে যান রিনা বেগম। ওই সময় অনেক খোঁজাখুঁজির পর কোথাও তার সন্ধান মেলেনি।

জানা যায়, মানসিক ভারসাম্যহীন রিনা বেগম খুলনার ফুলতলা উপজেলার জুগনিপাশা গ্রাম থেকে ২০১৭ সালের অগাস্ট মাসে হারিয়ে যান। পরবর্তীকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলা সদরের ব্রিজের উপর থেকে তারেক রহমান নামের একজন তাকে উদ্ধার করেন।

তিনি বলেন, আমার বাড়ির পাশের ব্রিজের উপর তাকে দেখে তার পরিচয় জানতে চাইলে তিনি সঠিক পরিচয় দেন। তখন আমি তার বাড়ির লোকজনকে খবর দিলে তারা গত সোমবার (৭ মার্চ) এসে আমার বাড়িতে অবস্থান করেন। মঙ্গলবার রাত ৯টার দিকে তার মেয়ের হাতে তাকে তুলে দিতে সক্ষম হই।

রিনা বেগমের মেয়ে ফারজানা আক্তার মিম বলেন, ২০১৭ সালে ভারসাম্য হারিয়ে বাড়ি থেকে হারিয়ে যায় মা। অনেক খোঁজাখুঁজি করেও মার কোন খোঁজ না পেয়ে আমরা হতাশ হয়ে যাই। অবশেষে তারেক ভাইয়ের সহযোগিতায় আমি আমার মাকে ফিরে পেলাম। ধন্যবাদ দিয়ে তারেক ভাইকে ছোট করবো না। তিনি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ মাকে ফিরিয়ে দিয়েছেন। আমি সারা জীবন তারেক ভাই ও তার
পরিবারের প্রতি কৃতজ্ঞ থাকবো।

-টিএইচ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,