For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

সারাদেশে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

Published : Monday, 7 March, 2022 at 11:47 AM Count : 627

ঐতিহাসিক ৭ মার্চ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। যথাযোগ্য মর্যাদায় সারাদেশে দিবসটি পালিত হচ্ছে।

সোমবার সকাল ৭টার দিকে রাজধানীর ধানমণ্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বঙ্গবন্ধুর সম্মানে এক মিনিট নীরবতা পালন করেন তিনি।  

আমাদের জেলা প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন অনুযায়ী-

সিরাজগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, চিত্রাংকণ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শহিদ এম মুনসুর আলী অডিটোরিয়ামে জেলা প্রশাসক ড. ফারুক আহমেদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত।

জয়পুরহাটে সকাল ৮টার দিকে শহিদ ডা. আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। দিবসটি উপলক্ষে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে জেলা শিল্পকলা ও শিশু একাডেমি। এছাড়াও শহিদ ডা. আবুল কাশেম ময়দানে জেলা তথ্য অফিস বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারি, চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করে।

লক্ষ্মীপুরে সকাল সাড়ে ৯টার দিকে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।  এছাড়াও, দিনভর রয়েছে আলোচনা সভা সভা, আবৃত্তি, ছড়া ও কবিতা পাঠ, শিশুদের চিত্রাংকণ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার। 

এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা পুলিশের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা।

রাঙামাটিতে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টার দিকে জেলা আ'লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিনাজপুরেহাকিমপুরে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  আলোচনা সভা শেষে ভাষণ, আবৃতি ও চিত্রাংকণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নেত্রকোণাপূর্বধলায় দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,