For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বাজার থেকে উধাও সয়াবিন তেল

Published : Saturday, 5 March, 2022 at 4:08 PM Count : 334

রন্ধন শালার অতি প্রয়োজনীয় জিনিষ ভোজ্য তেল সায়াবিন বগুড়ার বাজার থেকে উধাও হয়ে গেছে। সংকটকের কারণে জেলায় সয়াবিনের জন্য হাহাকার দেখা দিয়েছে। মানুষ বাজারে ভোজ্য তেল সায়বিন না পেয়ে  বিকল্প সরিষার তেল নিয়ে বাড়ি ফিরছেন।

জেলায় শনিাবার সকল থেকে ৫ ও ৩ লিটারের বোতল হঠাৎ করে উধাও হয়ে যায়। ২ লিটারের বোতল পাওয়া যাচ্ছে ২/১ দোকানে।
খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা জানান, সয়াবিন সরবরাহ প্রতিষ্ঠান ও  ডিলারদের নিকট থেকে তেল পাওয়া যাচ্ছে না। এই কারণে সয়াবিনের সংকট দেখা দিয়েছে। সয়াবিন যদিও বা পাওয়া যাচ্ছে তা মধ্যবিত্ত মানুষের নাাগালের বাইরে। যে দুই-একটি দোকানে বিক্রি হচ্ছে তাও ২ লিটারের বোতল। ২ লিটার সয়াবিনের বোতল ৩৩৫ থেকে ৩৫০ টাকা। ৩লিটারের বোতল ৫১০ টাকা। দুর্লভ ৫ লিটারের সোয়াবিন বোতল ৮৪০ টাকা থেকে ৮৫০ টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক সোয়াবিন তেলের এক পরিবেশ মোবাইল ফোনে জানান, কোম্পানী থেকে তাদের সয়াবিন সরবরাহ করা হচ্ছে না।

নাম না প্রকাশ কারা স্বার্থে  অনেক খুচরা দোকানি জানান, পাইকারি অনেক ব্যবসায়ী তেল তাদের গোপন গুদামে মজুদ করে ফেলেছেন। বিশেষ করে ৫লিটার ও ৩ লিটারের বোতল।

এদিকে বাজারে খোলা ড্রামের তেল ১৭৮ টাকা থেকে ১৮৩ টাকা লিটারে বিক্রি হচ্ছে। পাইকারি ব্যবসায়ীরা জানান, তাদের আগের কেনা ড্রামের সয়াবিন তেল।  

অপরদিকে সয়াবিন সংকটের কারণে নিত্য প্রযোজনীয় এই  সয়াবিন তেলের পরিবর্তে বিকল্প হিসাবে সরিষার তেলের দিকে ঝুকেছে।  

বগুড়া রাজাবাজারের ভোজ্য তেল ব্যবসায়ী নিউ মন্ডল ট্রেডার্সের স্বত্ত্বাধিকারি খলিলুর রহমান জানান, সয়াবিন সংকটের আগে তারা প্রতিদিন (১৬ কেজি ওজনের  টিনের প্যাকেট) ৩ প্যাকেট তেল বিক্রি করেছেন। এখন সয়াবিন সংকটের কারনে প্রতিদিন ১২ থেকে ১৬ টিন (১৬ কেজি ওজনের) বিক্রি হচ্ছে। তারা ১৯০ টাকা লিটার সরিষার তেলবিক্রি করছেন। আর বাজারের খুচরা দোকানিরা প্রতিলিটার সয়াবিন বিক্রি  করছে (উন্নত মানের) ১৮৩ টাকা লিটার।

এ/এসআর



« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,