For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

প্রাথমিকের শিক্ষার্থীরাও টিকা পাবে: প্রধানমন্ত্রী

Published : Thursday, 3 March, 2022 at 12:28 PM Count : 99

১২ বছরের কম বয়সীদের করোনার টিকার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক, বিজ্ঞানী, গবেষক এবং বিজ্ঞান শিক্ষার্থীদের মধ্যে ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’, এনএসটি ফেলোশিপ’ এবং ‘বিশেষ গবেষণা অনুদান’ প্রদান অনুষ্ঠানে সংযুক্ত হয়ে এসব বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘স্কুল-কলেজ আমরা খুলে দিয়েছি। এখন স্বাভাবিক ভাবেই চলবে। সেই সঙ্গে টিকাও চলবে।আমরা ১২ বছর পর্যন্ত দিচ্ছি। ডব্লিউএইচও’র কাছে ইতোমধ্যে আবেদন করা হয়েছে, আরও অল্প বয়সের শিশুদের জন্য টিকা দেওয়ার অনুমতির জন্য। আমার মনে হয় এটা এসে যাবে। কাজেই আমরা তখন মনে হয় সবাইকে টিকা দিতে পারবো। যদি ৭-৮ বছর থেকে বা ১০ বছর থেকে টিকা দিতে পারি, তাহলে আমাদের প্রাইমারিতে আর কোনও অসুবিধা হবে না। তারা নিশ্চিন্তে স্কুলে যেতে পারবে।’

তিনি গবেষকদের উদ্দেশে বলেন, গবেষণায় উদ্ভাবনী ক্ষমতা যেন মানুষের কল্যাণে হয়- এ ব্যাপারে খেয়াল রাখতে হবে। পাশাপাশি সরকারীভাবেও পরবর্তীতে এসব গবেষণার অগ্রগতি পরিমাপ করা হবে। তিনি বাংলাদেশকে এগিয়ে নিতে গবেষকদের আরও কাজ করার তাগিদ দেন।
প্রধানমন্ত্রী শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে তার সরকারের অবদানের কথা তুলে ধরে গবেষকদের দিক-নির্দেশনা প্রদান করেন।

১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকার দেশে প্রথমবার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বলে জানান প্রধানমন্ত্রী। তারপরও বিষয়টি নিয়ে বিএনপি সংসদে সমালোচনা করেছিল।

‘‘অবৈধভাবে যারা ক্ষমতায় এসেছিল তারা শিক্ষার স্বাভাবিক পরিবেশ ধ্বংস করেছিল। মেধাবীদের হাতে তারা অস্ত্র-গোলাবারুদ তুলে দিয়েছিল।’’

বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলায় পরিকল্পনা প্রণয়ণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সে অনুযায়ী কাজ করার পরামর্শ দেন।

তিনি বলেন, বাংলাদেশকে কেউ কোন দিন দাবায়ে রাখতে পারবে না, আত্মবিশ্বাসের সাথে কাজ করে এগিয়ে যেতে হবে।

-এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,