For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি

Published : Tuesday, 1 March, 2022 at 5:33 PM Count : 118

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বর্তমান নির্বাচন কমিশন বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। 

মঙ্গলবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ সময় আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদেরকে নিয়ে কে কি বললো সেটা বিষয় না, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সকল ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। এ ছাড়া এই নির্বাচন কমিশনারের অধীনে সকল দল নির্বাচনে অংশগ্রহণ করবে আশা প্রকাশ করে তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের উপর কোনো রাজনৈতিক চাপ নেই। আমরা স্বাধীনভাবে কাজ করি এবং স্বাধীনভাবে কাজ করব। সফলতা কি হয় সেটা সবাই জানবে।

তিনি আরও বলেন, যেহেতু আগামী নির্বাচনের দ্বায়িত্বটা আমাদের দেয়া হয়েছে, তাই আমরা কিভাবে রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করব, সে বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করব। আমরা প্রত্যাশা করি সমঝোতার বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করবে। এ বিষয়ে আমরা কি করব সেটি সহকর্মীদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেব। নির্দিষ্টভাবে আমরা কিভাবে আগাবো সে বিষয়ে আমাদের আরও চিন্তা-ভাবনা করতে হবে। 
এর আগে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের স্বরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন। সবশেষে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

এ সময় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন অপর চার নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আলমগীর ও আনিছুর রহমান উপস্থিত ছিলেন। 

এ ছাড়াও শ্রদ্ধা নিবেদনের সময় ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম খান, ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, ঢাকা জেলা ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী, জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মুনির হোসাইন খান, সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

-ওএফ/এনএন


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,