For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

শ্রমিক হত্যার বিচার ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

Published : Saturday, 26 February, 2022 at 11:18 PM Count : 147

সাভারের আশুলিয়ার ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেড কারখানায় আগুনে পুড়ে ৩ শ্রমিক নিহতের ঘটনায় কারখানা মালিকসহ দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কারখানাটির অন্যান্য শ্রমিকরা।

এসময় নিহত শ্রমিকের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা ও কারখানাটিতে কর্মরত শ্রমিকদের আইনগত বকেয়া বেতন-ভাতা পরিশোধেরও দাবি জানায় তারা।
শনিবার দুপুরে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেডের মালিকধীন একই নামে জিরাবো এলাকায় অবস্থিত কারখানার সামনে এ মানববন্ধন ও সমাবেশ করা হয়।

আয়োজিত মানববন্ধন থেকে বিক্ষোদ্ধ শ্রমিকরা জানায়, কারখানায় আগুন লাগার পরও কর্তৃপক্ষ গেটের বাইরে যেতে না দিয়ে গেটে তালা মেরে দেয়। যদি স্থানীয় লোকজন আমাদের গেট ভেঙে উদ্ধার না করতো তাহলে আমরাও লাশ হয়ে ফিরতাম। আমরা কারখানার মালিকসহ সকল দোষী ব্যক্তিদের গ্রেপ্তার, নিহত শ্রমিক ভাই-বোনদের ক্ষতিপূরণ ও আহত শ্রমিকদের সুচিকিৎসা এবং আমাদের আইনগত পাওনা পরিশোধের দাবি জানাই।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি আল কামরান। তিনি বলেন, শিশুশ্রম নিষিদ্ধ থাকার পরও আইনের লংঘন করে কারখানাটিতে ১২ বছর থেকে ১৭ বছর পর্যন্ত শিশু-কিশোর শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। এত সব অনিয়ম দেখার দায়িত্ব ছিল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কল-কারখানা পরিদর্শন অফিসের। অথচ তারা কারখানা পরিদর্শন করেনি। ফলে এটি একটি রাষ্ট্রীয় অবহেলাজনিত কাঠামোগত হত্যাকাণ্ড।

তিনি আরো বলেন, অবিলম্বে শ্রমিক হত্যার দায়ে কারখানা মালিক সহ সংশ্লিষ্ট কারখানা পরিদর্শকসহ দায়ীদের গ্রেফতার, বিচার এবং নিহত সকল শ্রমিককে আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা, কর্মরত শ্রমিকদের আইনগত বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানাই।

সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সভাপতি সুলতান মাহমুদ, শ্রমিক নেতা শামীম হাসান, ইমন সিকদার, আল আমিন, মোঃ স্বপন আহমেদসহ কারখানার শ্রমিকরা।

ওএফ/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,