For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

৩৫০০ রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের

Published : Saturday, 26 February, 2022 at 1:50 PM Count : 154

রাশিয়ার ‘সেনা অভিযানে’ সক্রিয় থাকা সাড়ে তিন হাজার সেনা নিহত হয়েছেন বলে দাবি করছে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী। এছাড়া আরও ২০০ জনকে বন্দি করা হয়েছে বলে দাবি তাদের।

শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

ইউক্রেন সেনাবাহিনীর ফেসবুক পেইজের পোস্টে জানানো হয়, এ পর্যন্ত হামলায় জড়িত সাড়ে তিন হাজার রুশ সেনাকে হত্যা করা হয়েছে। বন্দি করা হয়েছে আরও ২০০ সেনা সদস্যকে। এতে আরও উল্লেখ করা হয়, রাশিয়ার ১৪টি যুদ্ধবিমান, আটটি হেলিকপ্টার এবং ১০২টি ট্যাংক ধ্বংস করেছে ইউক্রেন।

তবে দেশটির এই দাবির সত্যতা তাৎক্ষণিক যাচাই করতে পারেনি বিবিসি। 
অপরদিকে, রাশিয়া এখন পর্যন্ত হতাহতের কোন তথ্য জানায়নি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোর থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।

ইউএনএইচসিআর বলছে, ইউক্রেনে আনুমানিক এক লাখ বাসিন্দা ইতোমধ্যে তাদের ঘরবাড়ি ছেড়েছে। পরিস্থিতির অবনতি ঘটলে ৫০ লাখ মানুষ দেশটিতে ঘরছাড়া হতে পারে।

-এমএ

পুতিনের প্রস্তাব মেনে নিয়েছেন জেলেনস্কি, দাবি রাশিয়ার

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,