For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

অবৈধ ইট ভাটা গিলছে কৃষি জমির মাটি

Published : Saturday, 26 February, 2022 at 10:59 AM Count : 212

রাস্তার পাশের গাছের পাতায় পাতায় ধূলোবালির স্তুপ। বাতাসে মিশছে ইট ভাটার কালো ধোঁয়া। খানাখন্দের রাস্তায় ঠেলে-ঠুলে কোনক্রমে চলছে গাড়ি। চারপাশে কেবল ধুলো আর বালি। নারায়ণগগঞ্জেরূপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন-পৌরসভা ঘুরে ঘুরে এমন চিত্রের দেখা মেলে। 

যেখানে পাঁচ/ছয় বছর আগেও সবুজের চাদরে মোড়ানো ছিল গ্রাম। ফসলে ভরা ছিল মাঠ। চারিদিকে ছিল সবুজের সমারোহ।

সরেজমিনে দেখা যায়, রূপগঞ্জ উপজেলার তারাবো-কাঞ্চন পৌরসভা, ভোলাব-দাউদপুর-গোলাকান্দাইল-রূপগঞ্জ ইউনিয়নে পরিবেশ আইনকে উপেক্ষা করে জনবসতিপূর্ণ এলাকায় ব্যাঙের ছাতার মত গড়ে ওঠেছে পরিবেশ দূষণকারী প্রায় শতাধিক অবৈধ ইটভাটা। সে সকল ইট ভাটায় রাতের আধারে ভেকু দিয়ে গভীর খনন করে কেটে নেয়া হচ্ছে কৃষি জমির মাটি। নষ্ট হচ্ছে ফসলি জমি ও এলাকার ফসলাদি। মাটি আনা-নেয়ার কাজে ব্যবহৃত হচ্ছে নিষিদ্ধ ইছার মাথা। ভাঙ্গছে গ্রামীণ রাস্তাঘাট। আর খানাখন্দে রাস্তায় প্রায়শই ঘটছে দুর্ঘটনা। 

ইট ভাটার কালো ধোঁয়ায় হাঁচি-কাশি, শ্বাসকষ্টসহ নানা রকম স্বাস্থ্য সংকটে ভুগছে রূপগঞ্জের লাখো মানুষ। অবৈধ ইট ভাটার কারণে একদিকে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। অন্যদিকে মারাত্বক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। হুমকির মুখে আগামীর ভবিষ্যৎ।
দাউদপুর ইউনিয়নের রোহিলা এলাকার কৃষক হেলাল উদ্দিন বলেন, আমার তিন বিঘা জমিতে ধান চাষ করি। কিন্ত এ বছর পাশের জমিতে ভেকু দিয়ে গভীর খনন করে মাটি কাটায় আমার জমিসহ পাশের জমি ভেঙ্গে ভেঙ্গে পড়ছে। এ বছর ধান চাষ করেও লাভবান হতে পারবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।

ভোলাব ইউনিয়নের তারুমার্কেট এলাকার কৃষক আব্দুর রহিম বলেন, মাটি খেকোরা ভেকু দিয়ে কৃষি জমির মাটি কেটে নিচ্ছে। বাধা দিলে সেচ প্রকল্পের খালে বা ড্রেনে মাটি ফেলে বাঁধ দিয়ে রাখে। ফলে পর্যাপ্ত পানি সংকটে চাষাবাদ করে ফসল উৎপাদন হয় না।

কাঞ্চন পৌর বিরাব এলাকার আব্দুল লতিফ বলেন, ইট ভাটার কালো ধোঁয়ায় এলাকার সব ধরনের ফসলি গাছ পালা ঝলসে যাচ্ছে। আর ইট ভাটার ধূলায় এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। বৃষ্টি হলে কাঁদা আর শুকনো মৌঁসুমে ধুলোবালির জন্য রাস্তায় চলাচল করা যায় না।

পরিবেশ দূষণকারী অবৈধ ইট ভাটার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়া হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান বলেন, ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেছি। এ অভিযান অব্যাহত থাকবে।

-এসএম/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,