For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

আশ্রয়ণ প্রকল্পে ঘর বরাদ্দে ঘুষ বাণিজ্যের অভিযোগ

Published : Friday, 25 February, 2022 at 12:24 PM Count : 239

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দে বরগুনাবেতাগীর বিবিচিনি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে।

ওই ইউপি সদস্য মো. ইউসুফ আকন ও তার চক্র আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে জনপ্রতি ৩০ থেকে ৫০ হাজার টাকা করে নিচ্ছেন।

ষাটোর্ধ্ব রোকেয়া বেগমের কাছে ৩০ হাজার টাকা দাবি করেন ইউপি সদস্য ইউসুফ আকন। এ বিষয় গত ১৫ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ করেন তিনি।

অভিযোগপত্র ও এলাকার সংশ্লিষ্টদের থেকে জানা যায়, প্রধানমন্ত্রীর উপহারের মুজিব শতবর্ষে আশ্রয়ণ প্রকল্পের বেতাগীর বিবিচিনি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ১০টি ঘর ভূমিহীনদের জন্য বরাদ্দ হয়েছে। প্রতিটি দুই কক্ষ বিশিষ্ট টিনসেটের ছাউনি এবং দেয়াল ও ফ্লোর পাকাসহ এতে নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৯১ হাজার টাকা। এ বিষয়ে ইউপি সদস্য মো. ইউসুফ আকন তার দালালচক্রের মাধ্যমে প্রত্যেকের কাছ থেকে ৩০ থেকে ৫০ হাজার টাকা করে নিচ্ছেন।
৬ নম্বর ওয়ার্ডের গড়িয়াবুনিয়া আবাসনে থাকেন মৃত শের আলীর স্ত্রী রোকেয়া বেগম। বসবাস করেন পুরাতন টিনের ছাউনি, দরজা, জানালা ভাঙাচোরা বসবাসের অনুপযোগী ঘরে। ষাটোর্ধ্ব বয়সী রোকেয়া বেগমের কাছে ৩০ হাজার টাকা দাবি করেন ইউপি সদস্য ইউসুফ আকন। পরে তিনি অভিযোগ করেন।

রোকেয়া বেগম বলেন, 'মোর খাওন খরচ জোগাড় করতেই কষ্ট অইতেছে। হের মধ্যে মুই এতো ট্যাহা কোথায় পামু।' 

গড়িয়াবুনিয়া গ্রামের একাধিক ব্যক্তি বলেন, ইউপি সদস্য তার দালাল চক্রের মাধ্যমে ১২ জনের নিকট থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। 

অভিযুক্ত ইউপি সদস্য ইউসুফ আকন বলেন, 'গত নির্বাচনে আমার প্রতিপক্ষ রয়েছে। তারা আমার বদনাম ছড়াচ্ছে। আমি কারো কাছ টাকা নেইনি।'
 
বিবিচিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক নওয়াব হোসেন নয়ন বলেন, 'বিষয়টি আমার জানা নেই। আর ইউপি সদস্য যদি টাকা নিয়ে থাকে তাহলে তার দায়ভার ইউনিয়ন পরিষদ নিতে যাবে না। এটা ওই ইউপি সদস্যের একান্ত ব্যক্তিগত ব্যাপার।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃীদ সালেহীন বলেন, 'এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

-এসকে/এমএ


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,