For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

'যুব সমাজকে বইয়ের প্রতি আসক্ত হতে হবে'

Published : Thursday, 24 February, 2022 at 4:43 PM Count : 211

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, 'শিক্ষার্থীরা স্কুল-কলেজে ১ম, ২য় ও ৩য় হলে চলবে না। শুধু পাঠ্য বইয়ের মধ্যে ডুবে থাকলেও হবে না। পাঠ্য বাইরেও অনেক কিছু জানতে হেব। সে জন্য বইয়ের প্রতি আসক্ততা বাড়াতে হবে। যুব সমাজ মাদকাসক্ত হচ্ছে। তাই তাদের মাদক বাদ দিয়ে বইয়ের প্রতি আসক্ততা বাড়াতে হবে।'

বৃহস্পতিবার বিকেলে গাজীপুরেকালীগঞ্জ পৌরসভার পুরাতন ব্যাংকের মোড় এলাকায় উপজেলার কেন্দ্রীয় পাঠাগার প্রাঙ্গণে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, 'বই মেলায় নবীন-প্রবীণ সবাইকে আসতে হবে। বই কিনে তা পড়ে নিজের জ্ঞানের ভান্ডারকে আরও বেশি সমৃদ্ধ করতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের বই বেশি বেশি কিনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। তাহলে দেশ ও জাতি নতুন প্রজেন্মর কাছ থেকে অনেক কিছু পাবে।'

কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী অফিসার মো. আসসাদিকজামান, পৌরসভার মেয়র এস.এম রবীন হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচএম আবু বকর চৌধুরী প্রমুখ।
এ সময় কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার, থানার অফিসার ইন চার্জ মো. আনিসুর রহমান, উপজেলার বিভিন্ন দফতর প্রধান, স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, পাঠকবৃন্দ উপস্থিত ছিলেন। 

পাঁচ দিনব্যাপী এই বইমেলায় স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন প্রকাশনীর ১৬টি স্টল থাকছে। প্রতিদিন সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ। প্রথম এবং সমাপনী দিনে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও মেলায় পাঠক-দর্শণার্থী বাড়াতে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেলা প্রাঙ্গণের শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, কুইজ, সুন্দর হাতের লেখা ও শুদ্ধ উচ্চারণে বাংলা পড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। 

মেলার সমাপনী দিনে এসব প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। 

-আরএস/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,