For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

'দুর্নীতি প্রতিরোধে সোচ্চার হতে হবে'

Published : Tuesday, 18 January, 2022 at 12:17 PM Count : 297

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'সেবা নিতে এসে কোন মানুষ যেন হয়রানির শিকার না হন। শুদ্ধাচার বাস্তবায়নের পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে সোচ্চার হতে হবে।'

মঙ্গলবার বেলা ১১টার পর গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যুক্ত হয়ে তিন দিনের ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, 'বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিতে পারায় আমাদের দায়িত্ব বেড়েছে। এখন আমাদের লক্ষ্য দেশকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা।'

সব ধরনের ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে মাঠ পর্যায়ে প্রশাসনের কার্যক্রম পরিচালনার জন্য জেলা প্রশাসকদের আহ্বান জানান তিনি।
এ সময় জেলা প্রশাসকদের দারিদ্র দূরীকরণসহ পল্লী উন্নয়নের সব কর্মসূচি বিশেষ ভাবে বাস্তবায়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, 'মানুষের কল্যাণে আপনাদের সব ধরনের ভয়-ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে আইনানুগ দায়িত্ব পালনের জন্য আহ্বান জানাচ্ছি।'

শেখ হাসিনা বলেন, 'সেবার মনোভাব নিয়ে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকলে আপনাদের পক্ষে যথাযথভাবে দায়িত্ব পালন সম্ভব হবে। এতে সাধারণ মানুষ উপকৃত হবে। দেশ অব্যাহত ভাবে সামনের দিকে এগিয়ে যাবে।'

সরকারি সেবা নিতে এসে সাধারণ জনগণ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে মাঠ প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, 'সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোন ভাবেই হয়রানি শিকার না হয়, সে বিষয়ে সবাইকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।'

প্রধানমন্ত্রী বলেন, 'এখানে জাতির পিতা বঙ্গবন্ধুর কথাটাও মনে রাখতে হবে সেই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, তাদের মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ উপার্জন করে সেটা দিয়েই তো বেতন-ভাতা, আমাদের সবকিছু চলে। কাজেই তাদের সম্মান করতে হবে।'

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, 'আমরা দক্ষ, দুর্নীতিমুক্ত ও সেবামুখী জনপ্রশাসন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে মাঠপর্যায়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, জাতীয় শুদ্ধাচার কৌশল, সিটিজেনস চার্টার ইত্যাদির বাস্তবায়ন জোরদার করতে হবে।'

কর্মসূচি অনুযায়ী, এবার সম্মেলনে ২১টি কার্যঅধিবেশনসহ মোট ২৫টি অধিবেশন থাকবে। এর মধ্যে আজ মঙ্গলবার প্রথম দিন সাতটি, বুধবার দ্বিতীয় দিন আটটি এবং তৃতীয় দিন ১০টি অধিবেশন থাকবে। 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মঅধিবেশনে যুক্ত হয়ে জেলা প্রশাসকদের প্রস্তাবনা গ্রহণ করবেন এবং সে অনুযায়ী নির্দেশনা দেবেন।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,