For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

এনএসইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের শীতবস্ত্র বিতরণ

Published : Monday, 17 January, 2022 at 6:04 PM Count : 174

শীতকাল মানেই যে শুধু বাহারি রঙের পোশাক, নানানরকম উৎসব আর বাতাসে হরেকরকম পিঠাপুলির গন্ধ তা নয়। এই কংক্রিটের শহরের ফুটপাত আর বস্তিতে বসবাসরত মানুষগুলোর কাছে প্রতিবছর শীত আসে এক ভিন্ন রূপে। সে রূপে নেই কোনো উৎসবের হইচই, নেই কোনো বাহারি রঙ।

সেসকল অসহায়, সুবিধাবঞ্চিত মানুষগুলোর মাঝে এই শীতে একটু উষ্ণতা পৌঁছে দেয়ার উদ্দেশ্যে সোমবার বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সোশ্যাল সার্ভিসেস ক্লাব আয়োজন করেছে "উষ্ণতা" নামে শীতবস্ত্র বিতরণী কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে নতুন ১০০০টি কম্বল এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত শিক্ষার্থী ও অন্যান্য  সদস্যদের কাছ থেকে সংগৃহীত শীতবস্ত্র বসুন্ধরা আবাসিক এলাকার আশেপাশে ফুটপাতে ও বস্তিতে বসবাসরত সুবিধাবঞ্চিত মানুষ এবং বিশ্ববিদ্যালয়ের দরিদ্র কর্মচারীদের মাঝে বিতরণ করা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আতিকুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর ড. মো. ইসমাইল হোসেন এবং সোশ্যাল সার্ভিসেস ক্লাবের ফ্যাকাল্টি এডভাইসার মোফাসসল হোসাইন। 

এই কর্মসূচি সম্পর্কে ক্লাবটির বর্তমান প্রেসিডেন্ট আহমেদ তাহমীদ জামান বলেন, "নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাব নানানরকম সামাজিক কার্যক্রম দ্বারা সর্বদা আমাদের সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়েছে। এই শীতে শহরের গৃহহীন হতদরিদ্র মানুষগুলোর মাঝে একটু উষ্ণতা পৌঁছে দেয়ার উদ্দেশ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস 'উষ্ণতা'।" 
-এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,