For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

টি এইচ খানের প্রতি শ্রদ্ধা

সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ

Published : Monday, 17 January, 2022 at 1:29 PM Count : 125

ফাইল ছবিবাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ তোফাজ্জাল হোসেন খানের (টি এইচ খান) মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (আপিল ও হাইকোর্ট) বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।

সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে টি এইচ খানের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। মরহুম টি এইচ খানকে তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ঔটি গ্রামে দাফনের কথা রয়েছে।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান হাইকোর্টের সাবেক বিচারপতি ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী টি এইচ খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০২ বছর। টিএইচ খান তিন ছেলে ও এক মেয়েসহ নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য টি এইচ খান জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দলটির ভাইস চেয়ারম্যান ছিলেন। ১৯৭৯ সালে দ্বিতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের হালুয়াঘাট-ধোবাউড়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। এরপর আইন ও বিচার, তথ্য ও বেতার, শিক্ষা, ভূমি, ধর্ম, যুব ও ক্রীড়া এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন।

দেশবরেণ্য ও সর্বজন শ্রদ্ধেয় এই আইনবিদ ১৯২০ সালের ২১ অক্টোবর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাধীন ঔটি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪০ সালে বিচারপতি টি এইচ খান ম্যাট্রিকুলেশন পাস করেন এবং ১৯৪২ সালে তৎকালীন কলকাতা শিক্ষা বোর্ডের অধীনে ইন্টারমিডিয়েট পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএ অনার্স-এ ভর্তি হন। ১৯৪৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স এবং ১৯৪৬ সালে এমএ পাস করেন। ১৯৪৭ সালে তিনি আইন পেশায় যোগ দেন।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,