For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

নির্বাচিত হয়েই ইউএনওকে বান্দরবানে পাঠানোর হুমকি

Published : Friday, 7 January, 2022 at 6:49 PM Count : 606

‘রেলমন্ত্রীর রোষানল থেকে নিস্তার পাবেন না, আপনাকে আমি খাগড়াছড়ি-বান্দরবান পাঠিয়ে ছাড়ব। আপনার প্রশাসনের কুত্তারা যেভাবে আজগর আলীর বিপক্ষে অবস্থান নিয়ে ষড়যন্ত্র করেছিল, সে ষড়যন্ত্র আংশিক হলেও আমরা রক্ষা করতে পেরেছি। বাকিটা জনগণ এবার হাড়ে হাড়ে বুঝিয়ে দিবে।’

পঞ্চগড় জেলার দেবীগঞ্চের দন্ডপাল ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত চেয়ারম্যান আজগর আলী বৃহস্পতিবার রাতে ওই ইউনিয়নের শান্তিনগরে আনন্দসভায় দলীয় নেতাকর্মীদের সামনে এসব মন্তব্য করেন।
 
দন্ডপাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজগর আলী জয়ী হওয়ার পর দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) হুমকি দিয়ে রাখা বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। 

গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়ন পরিষদের নির্বাচনে আজগর আলী নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রত্যয় হাসান জানান, নবনির্বাচিত চেয়ারম্যান আজগর আলী সাহেবের বক্তব্যটি আমি সংগ্রহ করেছি। আমি একাধিকবার বক্তব্যটি শুনেছি। বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। বক্তব্যটি ওই ইউপি চেয়ারম্যানের নিজের দেয়া বক্তব্য। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।
 
এ বিষয়ে জানতে নবনির্বাচিত চেয়ারম্যান আজগর আলী বলেন, ভোটের দিন আমার ইউনিয়নের একটি কেন্দ্রে ভোট কারচুপির খবর শোনা যায়। কেন্দ্রে ফলাফল দিচ্ছিল না প্রশাসন। আমার কর্মীরা সেখানে প্রতিবাদ করে। পরে পুলিশ আমার কর্মীদের উপর লাঠিচার্জ করে। স্বয়ং ইউএনও হাতে লাঠি নিয়েছিলো। এজন্য ইমোশনাল হয়ে আমি ওই বক্তব্যটি দেই। আর আমার নেতাকর্মীদের শান্তনা দেয়ার জন্য বলি  আপনাকে (ইউএনওকে) দেবীগঞ্জের মাটিতে থাকতে দেয়া হবে না। তাছাড়া কিছু মানুষ আমার বক্তব্যটি কাটছাট করে পোস্ট করেছে।
উল্লেখ্য, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে তিনি নৌকা প্রতিক নিয়ে ৪ হাজার ৯১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. জামেদুল ইসলাম ঘোড়া প্রতীকে পান ৪ হাজার ৮৮২ ভোট।

-এসআই/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,