For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

শ্রীমঙ্গলের ৯ ইউনিয়নে ভোট চলছে ব্যালটে

Published : Wednesday, 5 January, 2022 at 12:07 PM Count : 290

পঞ্চম ধাপে মৌলভীবাজারেশ্রীমঙ্গলের নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।  বুধবার সকাল ৮টা থেকে ব্যালট পেপারের মাধ্যমে শুরু হয়েছে উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের ১০০টি কেন্দ্রের ৫৩০টি বুথে ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

এদিকে, সুষ্ঠু ভাবে এসব নির্বাচনে ভোটগ্রহণের জন্য সবধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।

অনুষ্ঠিত এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে নয়টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৪৪ জন, সাধারণ সদস্য পদে পুরুষ ৩৮৫ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে নয় জন, আওয়ামী লীগের বিদ্রোহী ১০ জন ও স্বতন্ত্র ২৫ জন রয়েছেন।

এদিকে, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে কালিঘাট ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করছেন প্রাণেশ গোয়ালা।
তিনি সকাল সোয়া ১০টার দিকে অবজারভারকে বলেন, 'আমি যতটা কেন্দ্রে গিয়েছি ততটা কেন্দ্রের পরিস্থিতি এখন পর্যন্ত সন্তোষজনক রয়েছে। আমি আশা করি বিজয় আমার‌ হবেই।'

একই ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন বিজয় হাজার।

তিনি বেলা ১১টার দিকে অবজারভারকে বলেন, 'আমি সকাল থেকে প্রত্যেক কেন্দ্রে গিয়েছি, শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে। ভোটারদের দীর্ঘ লাইন দেখে এসেছি। প্রশাসন যেভাবে দায়িত্ব পালন করছে, এমনটি বজায় থাকলে ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। অত্যন্ত সুন্দর নির্বাচন হচ্ছে।'

সকাল সাড়ে ৯টার দিকে ৩ নং সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী আবু তালেব বাদশা অবজারভারকে বলেন, 'খুব শান্তিপূর্ণ ভাবে লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করছেন। ভোটার উপস্থিতিও অনেক। কয়েকটি কেন্দ্রে দেখেছি শান্তিপূর্ণ ভাবেই ভোট হচ্ছে।'

কালিঘাট ইউনিয়নের সোনাছড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ফখরুল ইসলাম অবজারভারকে বলেন, 'এই কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত প্রায় ২০ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। আর আমার এখানে দুটি রুমে ভোটগ্রহণ চলছে, তাই ভোটারদের লম্বা লাইন রয়েছে এবং ভোট দিতে একটু দেরি হচ্ছে। আমি আশাবাদী বর্তমান পরিস্থিতি যদি এভাবে চলতে থাকলে শতভাগ ভোট কাস্ট হবে।'

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম মুঠোফোনে অবজারভারকে বলেন, 'উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। এই নির্বাচনকে ঘিরে আমাদের পর্যাপ্ত পরিমাণে আইন-শৃঙ্খলা বাহিনী মাঠে নিয়োজিত রয়েছে।'

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে নয় জন ম্যাজিস্ট্রেট, চার প্লাটুন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), চার প্লাটুন বিজিবি, পর্যাপ্ত পরিমাণ পুলিশ, তিন প্লাটুন আনসার ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে।

উপজেলার মির্জাপুর ইউনিয়নে, ভূনবীর ইউনিয়ন, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন, সিন্দুরখান ইউনিয়ন, কালাপুর ইউনিয়ন, আশিদ্রোন ইউনিয়ন, রাজঘাট ইউনিয়ন, কালিঘাট ইউনিয়ন ও সাতগাঁও ইউনিয়নে ভোট হচ্ছে। 

উপজেলার মোট ভোটার সংখ্যা দুই লক্ষ ১৪ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা এক লক্ষ আট হাজার ১৬৭ জন এবং নারী ভোটার সংখ্যা এক লক্ষ পাঁচ হাজার ৮৭৬ জন।

-আরএ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,