For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ভাসমান সবজি চাষে ভাগ্য খুলছে কৃষকের

Published : Sunday, 27 December, 2020 at 12:16 PM Count : 112

খুলনাডুমুরিয়ায় ভাসমান বেডে সবজি চাষ করে ভাগ্য পরিবর্তনের চেষ্টা করছেন চাষিরা।

উপজেলার মধুগ্রামের জলাবদ্ধ এলাকায় ভাসমান সবজি চাষে নতুন করে আয়ের পথ খুলছে তাদের।

মধুগ্রাম ছাড়াও হড়হড়িয়া খালে ভাসমান সবজি চাষ হচ্ছে।

উপজেলা কৃষি অধিদফতর ও চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৮ সালে মধুগ্রামের মহাসীন সরদার প্রথম ভাসমান বেডে সবজি চাষ শুরু করেন। এক্ষেত্রে উপজেলার সেরা চাষি হিসেবে কৃষি অধিদফতর থেকে পুরস্কারও পেয়েছেন তিনি। এ পদ্ধতিতে সবজি উৎপাদন লাভজনক দেখে এলাকার হাফিজুর রহমান, ছুরমান গাজী, মাহাতাব সরদার, সলিম মোড়লসহ ২২ জন চাষি ভাসমান বেডে সবজি চাষ করছেন।
সূত্র জানায়, ভাসমান বেড তৈরি করতে পানির ওপরে লম্বালম্বি ভাবে দুটি বাঁশ বা কলা গাছ ফেলে তার ওপর সাগর শেওলার স্তূপ করা হয়। শেওলা পচে শুকিয়ে গেলে তার ওপর সামান্য মাটি ছিটিয়ে দিয়ে ৫-৭ দিন পরই লাল শাক, পালং শাক, পুঁই শাক, ঢ্যাঁড়স, লাউ, শসা, শিম, কাঁকরোল, মিষ্টি কুমড়া, বেগুন, ডাটা, নালিমসহ বিভিন্ন সবজি চাষ শুরু করেন।

সূত্র আরও জানায়, ভাসমান সবজি চাষের একেকটি বেড এক মৌসুমের জন্য করা হয়। সবজি চাষ শেষ হলে ওই পচা ধাপ বোরো চাষের আগে জমিতে জৈব সার হিসেবে ব্যবহার করেন। ২০ হাত দৈর্ঘ্য ৪ হাত প্রস্থ এবং ৪ হাত উঁচু একটি বেড তৈরি করতে প্রায় আড়াই হাজার টাকা খরচ হয়। একটি বেডে ২ থেকে ৩ বার প্রায় ৫ থেকে ৬ হাজার টাকার সবজি ও মসলা পাওয়া যায়। এটির অবশিষ্টাংশ জৈব সার হিসাবে ব্যবহৃত হয়।

চাষি হাফিজুর রহমান ও মহাসীন সরদার বলেন, উপজেলা কৃষি অফিসারের পরামর্শে ২০১৮ সালে ভাসমান পদ্ধতিতে সবজি চাষ শুরু করি। কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণ পেয়েছি। বিনামূল্যে বীজ সরবরাহ, বেড তৈরির খরচ ও বিভিন্ন কৃষি উপকরণ সহায়তা দেয়ায় এলাকার চাষিদেরও বেডে সবজি ও মসলা চাষে আগ্রহ বেড়েছে। এই কাজে আত্মকর্মসংস্থানের সুযোগ পাচ্ছি।

তিনি বলেন, চাষিদের উৎসাহিত করে এই চাষের সম্প্রসারণ করা হচ্ছে। বর্তমানে মধুগ্রাম ও হড়হড়িয়া খালে শতাধিক বেডে কীটনাশকমুক্ত সবজি ও মসলা চাষ হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোসাদ্দেক হোসেন বলেন, কয়েক ধাপে সবজি চাষিদের প্রশিক্ষণ দেওয়ার পর তাদের বিনামূল্যে বীজ, সারসহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়। এ বিষয়ে প্রায় ৫শ কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রায় ২শ টি প্রদর্শনী দেওয়া হয়েছে। প্রায় ১শ জন কৃষককে উদ্বুদ্ধকরণ ভ্রমণে গোপালগঞ্জ, তেরখাদা ও ফকিরহাট উপজেলায় নিয়ে দেখিয়ে আনা হয়েছে এবং মাঠে গিয়ে সার্বক্ষণিক পরামর্শ প্রদান করা হচ্ছে।

তিনি বলেন, ভূমিহীন কৃষক যাদের নিজের জমি নেই তারা এই ভাসমান কৃষির মাধ্যমে একদিকে বিষমুক্ত তাজা সবজি তৈরি করে যেমন পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করতে পারে অপরদিকে বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হয়।

-এমএইচ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,