For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

নানা আয়োজনে ঈশ্বরদীতে বড়দিন উদযাপিত

Published : Saturday, 26 December, 2020 at 10:17 AM Count : 99

নানা আয়োজনে পাবনাঈশ্বরদীতে বড়দিন উদযাপিত হয়েছে।

শুক্রবার রাতে শহরের শেরশাহ সড়কে আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময়, কেক কাটা, শিশু কিশোরদের খেলাধুলাসহ নানা আয়োজন করে নারী উন্নয়ন কেন্দ্র।

এছাড়াও, উপজেলার বিভিন্ন স্থানে নানা আচার-আয়োজনের মধ্য দিয়ে বড়দিনের উৎসব পালন করা হয়।

নারী উন্নয়ন কেন্দ্রের পরিচালক ও প্রতিষ্ঠাতা নাসরিন আক্তার শেলীর সভাপতিত্বে কেক কেটে বড়দিন অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার ঈশ্বরদী শাখার সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ।
এ সময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদীর সিনিয়র সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক মাহাবুবুল হক দুদু, ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার, লালন গবেষক কাজী রকিব উদ্দীন, সাপ্তাহিক জনদৃষ্টি সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ফটো সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি ওয়াহেদ আলী সিন্টু, অনলাইন প্রেস ক্লাব সভাপতি রিফাজ বিশ্বাস লালন, সাধারণ সম্পাদক ফেরদৌস করিম, সুর ও বাণী শিল্পী গোষ্ঠীর পরিচালক ওস্তাদ তসিবুল হক বিশ্বাস রিপন, কণ্ঠশিল্পী তানিয়া আহমেদ, শিল্পী সজল ইসলাম, সাংবাদিক রিয়াদ ইসলামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি। 

শুভেচ্ছা অনুষ্ঠানে অতিথিরা বলেন, এই দেশ সব ধর্মাবলম্বী মানুষের। প্রত্যেকেই নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠান পালন করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। জাতির পিতা চেয়েছিলেন ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ। মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ আত্মবলিদান করেছেন অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য। কিন্তু স্বাধীনতার ৫০ বছর হতে চললেও এই দেশে এখনো কিছু ধর্ম ব্যবসায়ী মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত হানছে, জাতির পিতার ভাস্কর্য ভাঙছে। যা কেউ মেনে নেবে না।

আলোচনায় বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়সহ সকলের জন্য শুভকামনা করা হয়।

-এমএইচ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,