For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

৯৯৯ এ ফোন কল: বিমান বাহিনী উদ্ধার করেছে চার তরুণকে

Published : Sunday, 20 December, 2020 at 3:21 PM Count : 183

জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন কলে দুর্গম পাহাড়ে বেড়াতে গিয়ে পথ হারিয়ে আটকে পড়া চার শিক্ষার্থীকে উদ্ধার করেছে বাংলাদেশ বিমান বাহিনীর রেস্কিউ হেলিকপ্টার।

শনিবার সকালে ৪ জন শিক্ষার্থী বেড়াতে এসে কক্সবাজারের হিমছড়ি এলাকার দরিয়ানগর দুর্গম পাহাড়ে পথ হারিয়ে ফেলে। তারা দুর্গম পাহাড়ে উঠতে উঠতে এমন ভাবে আটকে পড়ে খাড়া পাহাড় বেয়ে নামার পথ খুঁজে পাচ্ছিলনা। এরপর পাহাড়ের বিভিন্ন জায়গায় হাতির মল ও পায়ের ছাপ দেখে ভীত হয়ে পড়ে। কোন উপায় না পেয়ে এরপর তারা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করে। শুরুতে তারা তাদের লোকেশন জানিয়েছিল কক্সবাজার মেরিন ড্রাইভের পাশে পাহাড়ে। যেখান থেকে তারা সাগরে বিমান বাহিনীর মহড়া দেখতে পাচ্ছিল। পরে ৯৯৯ থেকে বিমান বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষে ফোন করে বিষয়টি জানানো হলে আটকে পড়া তরুণদের অবস্থান চিহ্নিত করা হয় মেরিন ড্রাইভের রামু থানাধীন দরিয়ানগর পাহাড়ে।

পরবর্তীতে বিমান বাহিনীর ‘In Aid to Civil Power’এর আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের নিমিত্তে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রাম সার্চ এন্ড একটি রেসকিউ টিম গঠন করে এবং বিকেল ০৪৩৮ ঘটিকায় বিমান বাহিনীর একটি এডব্লিউ-১৩৯ সার্চ এন্ড রেসকিউ হেলিকপ্টার দ্রুততার সহিত ঘটনাস্থলে পাঠায়। হেলিকপ্টারটি সন্ধ্যা ৫০৬ ঘটিকায় কক্সবাজার এসে পৌঁছায় এবং সন্ধ্যা ০৫:২৪ ঘটিকায় বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনা, কক্সবাজার এর সহায়তায় সার্চ এন্ড রেসকিউ টিম এর মাধ্যমে দুর্গম পাহাড়ে আটকে পড়া ৪ জন শিক্ষার্থীকে উদ্ধার করে বিমান বাহিনী কক্সবাজার বিমানবন্দরে আনে। যেহেতু পাহাড়ে হেলিকপ্টার ল্যান্ড করার মতো উপযুক্ত স্থান ছিলোনা তাই শিক্ষার্থীরদের বিশেষ রেস্কিউ রোপের সাহায্যে হেলেকপ্টারে তোলা হয়।

উদ্ধার কৃত শিক্ষার্থীরা হলেন- রাফসান (২৫), অভীক(২৭), মেজবাহ (২৬) এবং আবরার(২৬)। তারা সবাই কক্সবাজার সদরের বাসিন্দা।
এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,