For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

৮ ফুট গভীরে দেবে গেছে সড়ক

Published : Friday, 11 December, 2020 at 11:46 AM Count : 250

সড়ক ও জনপথ অধিদপ্তর নির্মিত গাজীপুরেকাপাসিয়া-শ্রীপুর সড়কের নারায়ণপুর বাজার এলাাকায়  শীতলক্ষ্যা নদী সংলগ্ন প্রায় আধা কিলোমিটার সড়ক দেবে গেছে।

শুক্রবার ভোরে ভূমি ধসের কারণে এ সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমানত হোসেন খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সাধন চন্দ্র দাস জানান, এ পর্যন্ত ৪ বার এই স্থানে ভূমি ধসের ঘটনা ঘটেছে। প্রথম বার ১৯৬৪ সালে ফেব্রুয়ারী মাসে, দ্বিতীয় বার ২০০৩ সালের ফেব্রুয়ারীতে, তৃতীয় বার ২০১৮ সালের ফেব্রুয়ারীতে, সর্বশেষ শুক্রবার ভোর রাতে একই এলাকায় ভূমি ধ্বসের ঘটনা ঘটে। এ ঘটনায় রাস্তার আশপাশের সন্তোষ মাস্টার, রতন চন্দ্র, ননী গোপাল, সাধন চন্দ্র দাস মাস্টার, সুশীল চন্দ্র, নিতাই চন্দ্রসহ ১০পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।
২০১৮ সালে গাজীপুরের সওজের কর্মকর্তারা ওই রাস্তাটির পর্যবেক্ষণ কাজ চলছে মর্মে একটি সাইন বোর্ড ঝুলিয়ে দেয়।

স্থানীয়দের অভিযোগ, সড়ক ও জনপথের কর্মকর্তারা একাধিকবার পরিদর্শন করে গেলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। এছাড়াও প্রভাবশালীরা শীতলক্ষ্যা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করার কারণে এ ঘটনা ঘটারও একটা কারণ থাকতে পারে।

কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমানত হোসেন খান জানান, শীতকালে পাশের শীতলক্ষ্যা নদীর পানি নেমে গেলেই এ ঘটনাটি ঘটে থাকে। তবে কোন বারই ভরা নদীতে এ ঘটনা ঘটেনি।

গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুদ্দিন জানান, গত বছরের ডিসেম্বরে ওই রাস্তার নির্মাণ কাজ শেষ হলে ৬ মাস আমরা পর্যবেক্ষণে রাখি। পড়ে সব ঠিকঠাক মতোই ছিল। যানবাহন স্বাভাবিক ভাবেই চলছিল। তবে বার বার একই এলাকায় কেন এ ধসের ঘটনাটি ঘটছে বুঝতে পারছি না। ওই ছবি বিশেষজ্ঞদের কাছে পাঠোনো হয়েছে। তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করে মতামত দেবেন। তারপর বাকি ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, প্রায় ৪০ ফুট দৈর্ঘ্যে ৮ ফুটের মতো গভীর হয়ে ওই রাস্তাটি দেবে গেছে।

-এফএ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,