For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

সোনারগাঁওয়ে সরকারী জমি দখলমুক্ত করতে স্বারকলিপি

Published : Sunday, 6 December, 2020 at 5:08 PM Count : 88

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়নের কাঠারাবো এলাকায় রেলওয়ের জমি ও সরকারী হালট দখলমুক্ত করার দাবীতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি দিয়েছেন এলাকাবাসী।

রোববার সকালে দুই শতাধিক ব্যক্তির স্বাক্ষরসহ এ স্বারকলিপি প্রদান করেছেন। এছাড়াও সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে স্বারকলিপি প্রদান করেছেন তারা।
জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের কাঠারাবো এলাকায় বাংলাদেশ রেলওয়ের প্রায় ২বিঘা সম্পত্তি ও সরকারী হালট দখল করে জামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামসুল আলমের নেতৃত্বে সাগর চৌধুরী, শামীমসহ ১৫-২০জনের একটি সিন্ডিকেট একটি কোম্পানির পক্ষে ট্রাকের মাধ্যমে বালু ভরাট করে দখল করে নেয়। ফলে বশিরগাঁও, মহজমপুর, মালিপাড়া, উত্তরকাজিপাড়া, মীরেরবাগসহ ৭ গ্রামের মানুষের চলাচলের পথ বন্ধ হয়ে যায়। এছাড়াও ঈদগা ও কবরস্থানের চলাচলের পথও বন্ধ হয়ে যায়।

সরকারী হালট দখল মুক্ত করতে ওই ৭ গ্রামের মানুষ গণ স্বাক্ষর দিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কার্যালয়ে স্বারকলিপি প্রদান করেছেন।

এদিকে সরকারী হালট ও রেলওয়ের সম্পত্তি দখলের সুযোগে কাঠারাবো গ্রামের মাহফুজা নাহার নামের এক বিধবা নারীর প্রায় ১২ শতাংশ জমি দখলে নিয়ে নেয়। এ বিষয়ে সোনারগাঁও থানায় ও নারায়নগঞ্জ আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মীরেরবাগ গ্রামের আব্দুল ওয়াদুদ মিয়া বলেন, বৃটিশ সরকারের আমল থেকে এ হালট দিয়ে বিভিন্ন গ্রামের মানুষ চলাচল করে থাকে। একটি কোম্পানির পক্ষ হয়ে যুবলীগ নেতার দখলের কারনে এ পথ বন্ধ হয়ে গেছে। ফলে পাশ্ববর্তী ঈদগাঁ ও কবরস্থানের চলাচলের মানুষের সমস্যার সৃষ্টি হচ্ছে।

কাঠারাবো গ্রামের মফিজুল ইসলাম বলেন, আমরা এ এলাকার কৃষক। আমাদের উৎপাদিত ফসল চক থেকে আনতে সমস্যার সৃষ্টি হচ্ছে। দ্রুত এ সরকারী হালট দখলমুক্ত করার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।

জামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম বলেন, এ দখলের সাথে আমি জড়িত না। সাগর চৌধুরী, আব্দুর নূর, আল আমিন, গোলজার এ জমি দখল করে বালু ভরাট করছে।

রেলওয়ে ঢাকা বিভাগের ষ্টেট অফিসার মো. নজরুল ইসলাম বলেন, দখলের বিষয়টি আমার জানা নেই। যদি কেউ অবৈধভাবে জমি দখল করে থাকে তাহলে দখলদারদের বিরুদ্ধে মামলা দায়ের করে উচ্ছেদ করা হবে।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আতিকুল ইসলাম বলেন, রেলওয়ের ও সরকারী সম্পত্তি কাউকে দখল করতে দেওয়া হবে না। এলাকাবাসীর একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এইচএমআর/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,