For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

জলবায়ু পরিবর্তনে শৈশব হারানো এক রাশেদের গল্প

Published : Tuesday, 3 November, 2020 at 11:20 AM Count : 337

জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সমান্তরালে পাল্লা দিয়ে উপকূলীয় এলাকায় বাড়ছে দুর্যোগের ঝুঁকি। আর উপকূলের যেকোন দুর্যোগেই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শিশুরা। দুর্যোগ মৌসুমে উপকূলবাসী নানান ঝুঁকি নিয়ে তটস্থ থাকলেও তাদের সবচেয়ে বেশি দুশ্চিন্তা পরিবারের শিশুদের নিয়ে।

ছবির শিশুটির নাম রাশেদ। বয়স আনুমানিক ১০ বছর। তার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরে। এ বয়সী শিশুরা যতটা চঞ্চল হয়, রাশেদ ঠিক তার উল্টো। কেমন যেন একটা আনমনা ভাব মনের মধ্যে লুকিয়ে রেখেছে সে। আর তা ফুটে উঠে তার চেহারায়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশেষ করে নদী ভাঙণের কারণে শিশুরা পরিবর্তিত পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারেনা। রাক্ষুসে মেঘনার ভাঙণ উলট পালট করে দিয়েছে রাশেদের সব।

সম্প্রতি ঢালচরে গিয়ে দেখা হয় রাশেদের সঙ্গে। সে জানায় তার জীবনের গল্প। দুই বছর আগে ‘আমাগো বাড়ি ছিল ওইখানে। এখন কিছু নাই। স্বাভাবিক জীবন ছিল আমাদের। চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কেরামতগঞ্জ গ্রামে ছিল অন্য সবার মতই আমাদের একটি পরিবার। মা-বাবা, দুই ভাই আর এক বোন।

কিন্তু জলবাযু পরিবর্তনে রাক্ষুসে মেঘনার ভাঙণে যখন উপকূলীয় গ্রামাঞ্চলের পরিবারগুলো তাদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়, তখন শিশুরা কার্যকর ভাবে তাদের শৈশব হারায়। নদী ভাঙণে সর্বস্ব হারিয়ে ঠাঁই হয় শহরের বস্তিতে। ঢালচরের রাশেদের বেলায়ও এর ব্যতিত্রুম কিছু ঘটেনি।
কিন্তু কিছু দিন যেতে না যেতেই রাশেদের বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। রাশেদের মা সেতারা বেগম (৩৫) ঢাকার কোন এক বাসায় গৃহকর্মীর কাজ করেন। শহরে বিপদ ও বঞ্চনার সম্মুখীন হওয়ার পাশাপাশি শোষণ ও নিগ্রহের শিকার হওয়ার ঝুঁকি থাকা সত্বেও বাইরে কাজে যেতে চাপের মুখে পড়ে রাশেদের ৮ বছরের ছোট ভাই রিয়াদ শিশু শ্রমিক হিসেবে কাজ করে।

রাশেদ এখন দাদির কাছে থাকে ঢালচরে। রাশেদ সবেমাত্র দ্বিতীয় শ্রেণিতে উঠছিল। নদী ভাঙণের কারণে ঢালচরে জেলে পাড়ার কোমল মতি শিশুদের মত সেও বিদ্যালয় ছেড়েছে। এখানে জেলে পাড়ার শিশুদের স্কুলে যাওয়াটা জীবনের আরেক যুদ্ধ। আর সেই যুদ্ধে পরাজিত অনেকেই এখন মাছধরাসহ বহুমূখী শ্রমে রোজগারে ব্যস্ত। রাশেদের স্বপ্ন ছিল লেখাপড়া করে মানুষ হবে। কিন্তু বিরূপ প্রকৃতি সহায় হয়নি। 

অবশেষে স্কুলের বইখাতা ফেলে শ্রমিকের তালিকায় নাম লেখাতে বাধ্য হয়েছে। শুধু রাশেদই নয় তার মতই আরও শত শত শিশু আছে, যারা জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্কুল বিমুখ হয়ে হারিয়েছে তাদের সুন্দর শৈশব।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,