For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

লালমনিরহাটে ট্রাফিক পুলিশের বাসা থেকে পিস্তল, গুলি চুরি

Published : Thursday, 8 October, 2020 at 6:46 PM Count : 269

লালমনিরহাট ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক (টিএসআই) আইয়ুব আলীর ভাড়া বাসা চুরি হয়েছে। এ সময় তার সরকারি গুলিসহ পিস্তলটিও চুরি হয়েছে বলে একটি সূত্র দাবি করেছে।

বুধবার (৭ অক্টোবর) রাতে বিষয়টি নিয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দফায় দফায় বৈঠক চলছে। এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে শহরের বালাটারি এলাকায় অধ্যাপক হাবিবুর রহমানের বাসার নিচতলায় টিএসআই আইয়ুব আলী রুমে চুরির ঘটনা ঘটে।

বাসার মালিক ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আইয়ুব আলী বাসায় প্রবেশ করার পর জানতে পারেন বাসার সব কিছু অক্ষত থাকলেও বেড রুমে থাকা ট্রাঙ্ক ভেঙে গুলিসহ পিস্তল, নগদ দুই লাখ টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে বলে পুলিশের দায়িত্বশীল একটি সূত্র নিশ্চিত করেছে। পিস্তল চুরির বিষয়টি দিনভর গোপন থাকলেও রাতে প্রকাশ পায়। এরপর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধারে অভিযান শুরু করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত চুরির কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট শহরের বালাটারি এলাকায় সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাবিবুর রহমানের মালিকানাধীন বাসার নিচতলায় ভাড়া থাকতেন লালমনিরহাট ট্রাফিক পুলিশের টিএসআই আইয়ুব আলী। সাম্প্রতি সময় ছুটি নিয়ে সপরিবারে গাইবান্ধার পলাশবাড়ি গ্রামের বাড়ি যান আইয়ুব আলী। ছুটিতে গেলেও তার পিস্তলটি ভাড়া বাসায় রেখে যান। মঙ্গলবার (৬ অক্টোবর) একটি চোর চক্র বাসায় প্রবেশ করে চুরি করে পালিয়ে যায়।
বাসার মালিক হাবিবুর রহমান জানান, মঙ্গলবার রাতে বাসার ভাড়াটিয়াদের শোরগোলে জানতে পারেন বাসার নিচ তলার ভাড়াটিয়া পুলিশের টিএসআই আইয়ুব আলীর বাসায় চুরি হয়েছে। তাৎক্ষণিক বিষয়টি মোবাইল ফোনে টিএসআইকে আইয়ুবকে জানিয়ে দেন তিনি।

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, গতকাল রাতে এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।  পুরো ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ।
এমএস/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,