For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ইউএনও ওয়াহিদার ওপর হামলাকারী দু'জন গ্রেফতার

Published : Friday, 4 September, 2020 at 10:26 AM Count : 408

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ভোর সাড়ে ৪টায় হিলির কালিগঞ্জ এলাকা থেকে একজনকে গ্রেফতার করা হয়। অপর একজনকে বৃহস্পতিবার রাতে আটক করে র‍্যাব।

এ ঘটনায় ইউএনওর ভাই শেখ ফরিদ বাদি হয়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, ঘোড়াঘাট উপজেলার সাগরপুর গ্রামের আসাদুল ইসলাম (৩৫) ও একই উপজেলার রানিগঞ্জের জাহাঙ্গীর (৪২)। জাহাঙ্গীর ২০১৭ সাল থেকে ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট থানার পুলিশের একটি দল আজ ভোর পৌনে ৫টার দিকে হাকিমপুর উপজেলার কালিগঞ্জ এলাকায় বোনের বাসা থেকে গ্রেফতার করে আসাদুলকে। তাকে নিয়ে যাওয়া হয় রংপুর রেঞ্জের অফিসে।’

তিনি আরও বলেন, ‘তারা দু'জন মাদক সেবনকারী ও ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় কয়েকটি মাদক মামলা রয়েছে। তবে কী কারণে ইউএনওর ওপর তারা হামলা করেছেন, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।’

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ‘অপর এক অভিযানে রাতে র‌্যাব সদস্যরা জাহাঙ্গীর নামের এক যুবককে আটক করেন।’

তিনি আরও বলেন, ‘আটক দু'জনকে রংপুর র‌্যাব কার্যালয়ে নেয়া হয়েছে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। বেলা ১১টার দিকে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, ‘জাহাঙ্গীর বেপরোয়া টাইপের। কিছুদিন আগে আমার ওপরও হামলার চেষ্টা করেছিলেন।’

এর আগে বুধবার দিবাগত রাত ৩টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাটের সরকারি বাসভবনে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী। ওয়াহিদা খানমকে কুপিয়ে জখম করা হয়েছে।

-জিএম/এমএ

ইউএনও’র আট টুকরা হাড় জোড়া দিয়েছেন চিকিৎসকরা
অপারেশন থিয়েটারে ইউএনও
ইউএনওদের নিরাপত্তায় বাসভবনে থাকবেন আনসার
ইউএনও ওয়াহিদার ওপর হামলাকারী দু’জন
রাতে ইউএনও ওয়াহিদা খানমের অস্ত্রোপচার
ইউএনও ওয়াহিদার অবস্থা সংকটাপন্ন
ইউএনও’র ওপর কারা হামলা করেছে দ্রুত জানা যাবে: প্রতিমন্ত্রী
ঢাকায় হাসপাতালে ভর্তি ইউএনও ওয়াহিদা
ঘোড়াঘাট ইউএনও আহত হয়েছেন ডাকাতের হামলায়
ঢাকায় আনা হচ্ছে আহত ঘোড়াঘাট ইউএনওকে
সরকারি বাসভবনে ঢুকে ঘোড়াঘাটের ইউএনওর ওপর হামলা

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,